সাবধান! ঘুমের মধ্যে দেখা স্বপ্ন বাস্তবে কি কেড়ে নিতে পারে আপনার জীবন, জেনেনিন বিস্তারিত

Written by News Desk

Published on:

ঘুমের সময় স্বপ্ন দেখাটা স্বাভাবিক।ঘুমের সময় অনেকেই অনেক রকম স্বপ্ন দেখে থাকে।কিন্তু জানেন কি, প্রতিটি স্বপ্নের মধ্যে আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে।আপনার দেখা স্বপ্নের বিশ্লেষণ করেও শরীর সম্পর্কিত একাধিক অজানা বিষয় জেনে ফেলা সম্ভব। এমনকি আপনার কখন মৃত্যু আসবে সে সম্পর্কেও জানা যায়। কিন্তু কিভাবে? আসুন তাহলে জেনে নেওয়া যাক ঘুমের মধ্যে কোন ধরণের স্বপ্ন দেখলে মৃত্যুর ইঙ্গিত পাওয়া যায়-

১-পেট পুড়ে খাবার খাচ্ছেন
স্বপ্নের সময় পেট পুড়ে খাওয়াটা মোটেও ভালো লক্ষণ নয়। কারণ, এর থেকে বোঝা যায় মৃত্যু খুব শীঘ্রই ঘনিয়ে আসছে।

২-বেড়াতে যাওয়া
ধরুন আপনাদের কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান আছে । আর এর মধ্যেই আপনার পরিবারের কোনো সদস্য এই বেড়াতে যাওয়া নিয়ে কিছু স্বপ্ন দেখেছেন, তাহলে আপনার ট্রিপ ক্যানসেল করা উচিত। কারণ, এধরণের স্বপ্ন দেখা মোটেও ভালো লক্ষণ নয়।

৩-কাক বা তেল
কাককে নিয়ে কোনো স্বপ্ন দেখা মোটেই ভালো লক্ষণ নয়। কারণ কাক মৃত্যুর সমার্থক। একইভাবে স্বপ্নে তেল সম্পর্কিত কিছু দেখলেও ভয়ের বিষয়।

৪-ভাঙা মূর্তি
আপনি কি কখনো স্বপ্নে এদিক-সেদিক ছড়িয়ে থাকা একাধিক ভাঙা মূর্তি দেখেছেন? এমন ভাঙা মূর্তির স্বপ্ন দেখলে কিন্তু বিপদ! কারণ ঘুমানোর সময় এমন কিছু দেখার অর্থ হলো মৃত্যু আপনার চারপাশে ঘোরাফেরা করছে।তাই এখন থেকেই সাবধান থাকতে হবে।

Related News