সন্ধ্যামালতী গাছের আশ্চর্য যত অজানা ওষুধি গুণ! জানুন বিস্তারিত

Written by News Desk

Published on:

অনেকের বাড়িতে বারান্দায় কিংবা উঠানে সন্ধ্যামালতী ফুলের গাছ দেখা যায়। আবার রাস্তার ধারেও সন্ধ্যামালতী গাছ খুব সুন্দরভাবেই বেড়ে উঠতে দেখা যায়। জানেন কি সন্ধ্যামালতী গাছের ওষুধি গুণাগুণ সম্পর্কে। না জানা থাকলে অবশ্যই জেনেনিন এর গুণ-

১- সন্ধ্যামালতী গাছের পাতার রস খেলে দ্রুত কাশি কমে যায়।

২-এই গাছের পাতার রস আগুনে পোড়া জায়গায় লাগালে উপকার পাওয়া যায়।

৩-কানে শূলের ব্যথা হলে সন্ধ্যামালতী ফুলের রস হালকা গরম করে কানে দিলে উপকার পাওয়া যায়।

৪-সন্ধ্যামালতীর শিকড় সিদ্ধ করে খেলে পেটের ব্যথায় উপকার পাওয়া যায়।

৫-সন্ধ্যামালতীর শিকড় সিদ্ধ করে এই ক্বাথ খেলে শোথ রোগ ভালো হয়।

৬-এমনকি শরীরের কোনো অংশে দাঁড় হলে এই পাতার রস লাগালে ভালো হয়ে যায়।

Related News