জানেন কি, সকালে খালি পেটে কেন জল পান করা উচিত?

সকালে ঘুম উঠে খালি পেটে কি খান? গরম চা বা কফি নিশ্চয়? তাহলে কিন্তু শিয়রে সর্বনাশ। খালি পেটে বিশেষত সারা রাত অনেকক্ষণ জল না খেয়ে আমাদের শরীর তৃষ্ণার্ত হয়ে পরে। তাই সকালে উঠে এক গ্লাস জল অবশ্যই পান করুন।

এতে শরীরে জলের অভাব যেমন দূর হবে, তেমনই নানারকম রোগের প্রকোপ থেকেও মুক্তি পাওয়া পাবেন। তাহলে আর অপেক্ষা কেন, চলুন জেনে নেওয়া যাক, খালি পেটে জল পান করলে কি কি উপকার পাওয়া যায়…

১. পেট পরিষ্কার করে:

খালি পেটে জল পান করলে পেট পরিষ্কার হয়। আসলে সকাল সকাল জল পান করলে শরীরের যাবতীয় অপাচ্য এবং ক্ষতিকারক পদার্থ শরীর থেকে বেড়িয়ে যায়। এমনকি খাবার খুব সহজে হজম করতেও সাহায্য করে জল। প্রসঙ্গত, যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তাদের এই কারণেই প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত।

২.শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়:

খালি পেটে জল খেলে শরীর থেকে বর্জ্য পদার্থ খুব সহজেই বেরিয়ে যায়। এর ফলে শরীর কোনও রকম খারাপ প্রভাব পড়তে পারে না। সেই সঙ্গে রোগমুক্তিও ঘটে।

৩. মাথা যন্ত্রণা কমায়:

খালি পেটে জল পান করলে মাথা যন্ত্রণার উপশম হয়। কারণ শরীরে জলের অভাবেও অনেক সময় মাথা যন্ত্রণা হয়ে থাকে। প্রসঙ্গত, মাথা যন্ত্রণা ছাড়াও শরীরের বাজে গন্ধ এবং দাঁতের নানা সমস্যা দূর করতেও সকালে খালি পেটে জল পান জরুরি।

৪. খিদে বাড়াতে সাহায্য করে:

খালি পেটে জল পান করলে শরীর থেকে উপকারী উপাদান বেরিয়ে যায়। ফলে সময় মতো খিদে পায়। সেই সঙ্গে এনার্জিও বাড়ে। আসলে খালি পেটে জল পান করলে রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়ে। যে কারণে প্রচুর পরিমাণে এনার্জি বেড়ে যায়।

৫. উৎসেচকের কাজ বৃদ্ধি করে:

যারা ডায়েট মেনে চলেন, তাদের বেশি করে খালি পেটে জল পান করা উচিত। খালি পেটে জল পান করলে উৎসেচকের কর্মক্ষমতা প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পায়। এছাড়াও হজম ক্ষমতা বাড়াতে খালি পেটে জল খাওয়া জরুরি।

৬. ওজন কমে:

প্রচুর পরিমাণে জল খেলে উপকারি উৎসেচকের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। ফলে ক্যালোরি খুব সহজে ঝরে যায়। তাই যারা ওজন কমাতে আগ্রহী, তাদের খালি পেটে জল পান করতে তো হবেই, সেই সঙ্গে সারা দিনে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে।

৭. ত্বকের যত্নে দারুণ কাজ করে:

শরীরে জলের অভাব দেখা দিলে তার প্রভাব আমাদের ত্বকের ওপরেও পড়ে। জলের অভাবে আমাদের ত্বকে অকালেই বলিরেখার সৃষ্টি হয় এবং ত্বকে বয়সের ছাপ পড়ে যায়। খালি পেটে জল খেলে এই ধরণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ এতে রক্ত সঞ্চালন ভাল হয়। ফলে ত্বকের হারিয়ে যাওয়া ঔজ্জ্বলতা বৃদ্ধি পায়।

৮. চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়:

খালি পেটে জল খেলে ত্বকের পাশাপাশি চুলেরও প্রচুর উপকার হয়। আসলে পরিমাণ মতো জল না খেলে চুল দুর্বল হয়ে পরে। ফলে মাত্রাতিরিক্ত পরিমাণে ঝরে যায়। তাই তো নিয়ম করে প্রতিদিন পরিমাণ মতো জল পান করতে হবে। এমনটা করলে চুল স্বাস্থোজ্জ্বল থাকবে।

৯.কিডনি স্টোন দূর করতে সাহায্য করে:

পরিমাণ মতো জল খালি পেটে পান করলে কিডনিতে স্টোন হতে পারে না। এছাড়াও ব্ল্যাডারের যে কোনও ধরনের সংক্রমণ সারাতে জল দারুণ কাজে আসে। শুধু তাই নয়, পর্যাপ্ত পরিমাণে জল পান করলে গ্যাস অম্বলের সমস্যাও দূর পালায়।

News Desk

Recent Posts

তীব্র গরমেও শরীর বরফ ঠান্ডা রাখবে যে পানীয়

গরমে হাঁসফাঁস করছে সবাই। এমন তাপপ্রবাহের মধ্যে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই নানা ধরনের পানীয়ে চুমুক দিচ্ছে। তবে কোমল পানীয় থেকে…

33 mins ago

যে সময় শসা খেলে শরীরের ক্ষতি হয়

শসা শরীরের জন্য একটি ভীষণ উপকারী খাবার। তবে এটি খাওয়ার সঠিক সময় রয়েছে। নিয়ম মেনে শসা না খেলে উপকারের চেয়ে…

2 hours ago

প্রস্রাবের যে সমস্যা মূত্রথলির রোগের লক্ষণ

বয়সের সঙ্গে সঙ্গে যে সমস্যাটি অনেকের মধ্যেই দেখা যায়, তা হলো মূত্রের সমস্যা। মূত্রথলির সমস্যার কারণে প্রস্রাবের ধরনে কিছু বদল…

2 hours ago

নারীরা যে ধরনের পুরুষের প্রেমে বেশি পড়েন

নারীদের মন বোঝা নাকি বেশ কঠিন, এমনটিই আছে কথায়। বিষয়টি কিছু ক্ষেত্রে অবশ্যই সত্যি বটে, কারণ নারীর মনের খবর অনেক…

2 hours ago

গরমে কেন বেড়ে যায় অ্যাজমা? শ্বাসকষ্ট হলে কী করবেন?

অতিরিক্ত গরমে শারীরিক বিভিন্ন সমস্যা বেড়ে যায়। তার মধ্যে যারা অ্যাজমার রোগী, তারা বেশি ভোগেন শ্বাসকষ্টে। গরমে ফ্যান-এসির বাতাস আর…

2 hours ago

আমলকীর চা খেলে কী হয়?

ভিটামিন সি এর অন্যতম উৎস হলো আমলকী। এটি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। পাশাপাশি ত্বক ও চুলের যেকোনো সমস্যার ক্ষেত্রেও এটি…

3 hours ago