আপনার কি শীত আসলে গাঁটে গাঁটে ব্যথা শুরু হয়, তাহলে চিন্তা নেই আর রেহায় মিলবে খুব সহজে

শীত বেশ জাঁকিয়ে পড়ছে। এ সময় শারীরিক বিভিন্ন সমস্যায় ভোগেন সবাই। সর্দি-কাশি তো আছেই, একই সঙ্গে গাঁটে গাঁটে ব্যথাতেও ভোগেন অনেকেই। আঙুল, পায়ের পাতা, গোড়ালি, কনুই, ঘাড় শরীরের প্রায় সব জায়গাতেই শীতে ব্যথা হতে পারে।

সাধারণত আর্থ্রাইটিসে আক্রান্তদের এই সমস্যা বেশি হয়। এ সময় কারও কারও ক্ষেত্রে স্বাভাবিকভাবে চলাফেরা করা কষ্টকর হয়ে ওঠে। হাঁটাচলা এমনকি হাত-পা নাড়াতে গেলেও ব্যথা অনুভব করেন।

কেন শীতে সমস্যা বাড়ে হাড়ের ব্যথা?

শীতে রক্তনালী সংকুচিত হয়। ফলে ঠিক মতো রক্ত চলাচল হয় না। এর প্রভাব পড়ে হাড়ে। এ ছাড়াও শীতে ইউরিক অ্যাসিডের সমস্যাও অনেকটাই বাড়ে বলে বিভিন্ন গবেষণা জানাচ্ছে। অনেকের আবার জয়েন্টের কার্টিলেজের মধ্যে থাকা ঘর্ষণ প্রতিহতকারী তরলও এই সময়টায় শুকিয়ে যেতে পারে। এই কারণেও হতে পারে ব্যথা।

শীত এলেই যারা গাঁটে গাঁটে ব্যথায় ভোগেন, তাদের জন্য কয়েকটি আসনের পরামর্শ দিয়েছেন ভারতীয় যোগগুরু বাবা রামদেব। তার মতে, বেশ কিছু যোগাসন ও আয়ুর্বেদের মিশ্রণে হাড় ভালো থাকতে পারে। ফলে ব্যথা থেকেও মুক্তি মেলে। জেনে নিন কোন কোন আসন করবেন-

উষ্ট্রাসন

জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে প্রতিদিন করুন উষ্ট্রাসন। এ আসন করলে কাঁধ ও পিঠের ব্যথা কমতে পারে। এমনকি ব্লাড প্রেশারও স্বাভাবিক থাকে। এ ছাড়াও কিডনি ভালো রাখে ব্যায়ামটি। স্লিপ ডিস্কের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য দারুণ কাযর্করী হতে পারে এই ব্যায়াম।

শলভাসন

এই ব্যায়াম স্নায়ুতন্ত্রে দারুণ কাজ করে। শলভাসন রক্ত পরিষ্কার করে। এ ছাড়াও অ্যাজমা রোগীদের ক্ষেত্রেও ভালো কাজ করে এই ব্যায়াম। আর হাড়ের সমস্যায় এই ব্যায়াম ভীষণই কার্যকরী। তাই প্রতিদিন ব্যায়ামটি করুন।

মর্কটাসন

হাড়ের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি পেটের যে কোনো সমস্যার সমাধান করে মকর্টাসন। এ ছাড়াও লিভার, ফুসফুস ভালো রাখতে সাহায্য করে এই ব্যায়াম।

নৌকাসন

ডায়াবেটিস রোগীদের প্রতিদিনই ব্যায়ামটি করা উচিত। এই ব্যায়াম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এ ছাড়াও পাচনশক্তি বাড়ানোর কাজেও ব্যায়ামটি দারুণ কার্যকরী।

গোমুখাসন

এই আসনের মাধ্যমে কমতে পারে গাঁটে গাঁটে ব্যথা। এমনকি ফুসফুসের কার্যকরিতা বাড়ানোর কাজেও সাহায্য করে ব্যায়ামটি।

গাঁটে গাঁটে ব্যথা সারানোর ঘরোয়া কিছু উপায় জেনে নিন-

>> ভিটামিন ডি-এর ঘাটতি মেটাতে প্রায় ১ ঘণ্টা রোদে বসতে হবে।

>> ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে খাদ্য তালিকায় বার্লি, দুধ, দই, বাটার মিল্ক ও অন্যান্য দুগ্ধজাত খাবার খান।

>> পিঠের ব্যথায় ভুগলে হলুদ, মেথি, শুকনো আদা পিষে গুঁড়া করে নিন। এরপর রাতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে পান করুন।

>> জয়েন্টের ব্যথা ও বাত থেকে মুক্তি পেতে অ্যালোভেরা ও গিলো খেতে পারেন।

>> হাড় মজবুত করতে তিসি রাখুন খাদ্য তালিকায়।

>> স্প্রাউট খেতে হবে। একই সঙ্গে মেথি, চিনাবাদাম, ছোলা ও শস্য রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়।

News Desk

Recent Posts

ত্বকে হিট র‌্যাশ উঠলে সারাতে কী করবেন?

তাপপ্রবাহে সবার মধ্যেই অস্বস্তি বেড়েছে। গরমে শারীরিক বিভিন্ন সমস্যার পাশাপাশি ত্বকেও দেখা দেয় ঘামাচি, ফুসকুড়ি, ট্যানসহ নানা সমস্যা। তার মধ্যে…

12 mins ago

দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখা যে কারণে বিপজ্জনক

কাজের ব্যস্ততা কিংবা আলস্যের কারণে অনেকেই দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখেন। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস হতে পারে বিপজ্জনক। এই অভ্যাসের কারণেই…

32 mins ago

পাইলসের সমস্যা চিরতরে সারবে যে নিয়ম মানলে

পাইলসের সমস্যায় অনেকেই কষ্ট পান। এটি গুরুতর রোগ হলেও অনেকেই অবহেলা করেন। যদি প্রথমদিকেই পাইলসের সমস্যায় চিকিৎসা নেওয়া হয়, তাহলে…

3 hours ago

ডাবের পানি বেশি পান করলে শরীরে যা ঘটে

এই গরমে সুস্থ থাকতে ডাবের পানি পান করার বিকল্প নেই। এতে নানা ধরনের পুষ্টিগুণ আছে। এছাড়া মিষ্টি স্বাদের ডাবের পানি…

4 hours ago

পাইলস দূর করার ঘরোয়া উপায়

পাইলস খুব পরিচিত একটি সমস্যা। বিশেষ করে ৪৫ থেকে ৬৫ বয়সী মানুষেরা এই রোগে বেশি ভুগে থাকেন। এছাড়া অন্যান্য বয়সীদের…

4 hours ago

বরফ পানি দিয়ে গোসল কি শরীরের জন্য ভালো?

আইস বাথ বা বরফ পানি দিয়ে গোসল করেন অনেকেই। তীব্র গরমে অনেকেই ক্রায়োথেরাপিতে ডুব দিচ্ছেন। বরফ বা কনকনে ঠান্ডা পানিতে…

6 hours ago