Puja Special Trains: পুজোয় কল্যাণী-রানাঘাট লাইনে ঠাকুর দেখবেন? তবে জেনে নিন এই ছয়টি পুজো স্পেশাল ট্রেন টাইম

Written by TT Desk

Published on:

কল্যাণী বা রানাঘাটে আজকাল অনেকেই ঠাকুর দেখতে যাচ্ছেন। বিশেষ করে কল্যাণীতে আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল দেখতে পঞ্চমীর রাত থেকেই ব্যাপক ভিড় হতে শুরু করেছে। কলকাতা থেকে অনেক মানুষ যাচ্ছেন ট্রেনে করে কল্যাণী। কিন্তু কলকাতা থেকে ঠাকুর দেখে বাড়ি ফিরবেন কি করে? তাই এবারে পঞ্চমীর রাত থেকে স্পেশাল লোকাল ট্রেন চালু হচ্ছে এই সমস্ত লাইনে এবং নবমীর রাত পর্যন্ত চলবে এই ট্রেন। দাঁড়াবে প্রত্যেকটি স্টেশনে। মোট ছয়টি ট্রেন চালু হচ্ছে এই লাইনে। চলুন জেনে নেওয়া যাক এই ছয়টি ট্রেনের সম্পূর্ণ টাইমিং।

১. শিয়ালদা কল্যাণী পুজো স্পেশাল লোকাল ট্রেন : শিয়ালদা থেকে রাত ১:৩০ মিনিটে এই ট্রেন ছাড়বে এবং রাত ২:৫০ মিনিটে কল্যাণী পৌঁছাবে এই ট্রেন।
২. শিয়ালদা কল্যাণী পুজো স্পেশাল লোকাল ট্রেন : শিয়ালদা থেকে রাত ২:৩০ মিনিটে ছেড়ে কল্যাণীতে পৌঁছবে রাত ৩:৫০ মিনিটে।

৩. কল্যাণী শিয়ালদা পুজো স্পেশাল লোকাল ট্রেন : কল্যাণী থেকে রাত ১২:১০ মিনিটে ছেড়ে শিয়ালদায় পৌঁছাবে রাত ১:৩০ মিনিটে

৪. কল্যাণী শিয়ালদা পুজো স্পেশাল লোকাল ট্রেন : রাত ৩টে নাগাদ কল্যাণী থেকে ছেড়ে ভোর ৪:২০ মিনিটের শিয়ালদায় পৌঁছাবে।

৫. শিয়ালদা রানাঘাট পুজো স্পেশাল লোকাল ট্রেন : শিয়ালদা থেকে ছাড়বে রাত ১২:৪০ মিনিট এবং রাত ২:৩০ মিনিটে রানাঘাটে পৌঁছাবে এই ট্রেন।

৬. রানাঘাট শিয়ালদা পুজো স্পেশাল লোকাল ট্রেন : রানাঘাট থেকে ছাড়বে রাত ১১:৪৫ এবং শিয়ালদাতে পৌঁছাবে রাত ১:৪০ মিনিটে।

Related News