এবার বন্ধ হচ্ছে টোটো, রাস্তায় দাপট কমতে পারে টোটোর, কড়া সিদ্ধান্ত পরিবহন মন্ত্রীর

Written by TT Desk

Published on:

এই মুহূর্তে টোটোওয়ালাদের দাপটে রীতিমতো জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ পথচলতি মানুষদের। একাধিক জেলা থেকেই এই টোটোওয়ালাদের দৌরাত্মের বিরুদ্ধে খবর আসছে পরিবহনমন্ত্রকের কাছে। এবার রাস্তায় টটোর দৌড়াত্ম কমাতে কড়া হচ্ছে প্রশাসন। এবার বেআইনি সমস্ত টোটোর দৌরাত্ম কমাতে হাল ধরছে প্রশাসন। নিষেধাজ্ঞা জারি হতে চলেছে টোটো ও ই-রিক্সা বিক্রিতেও।

চলতি সপ্তাহতেই বিভিন্ন জেলার টোটো ডিলারদের সাথে আলোচনায় বসবে পরিবহন দফতর। আর এই আলোচনায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কোনভাবেই টোটো কিংবা ই-রিক্সা আর বিক্রি করা যাবে না। ইতিমধ্যেই পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তি জানিয়েছেন, এখন থেকে যে সমস্ত টোটো ডিলাররা রেজিস্ট্রেশন নম্বর ছাড়া টোটো কিংবা ই-রিক্সা বাজারে নামাবেন তাদের কম্পানির নাম কালো তালিকাভুক্ত করে দেওয়া হবে। জেলায় জেলায় টোটোর দাপট কমাতে যে বেশ কড়া হাতেই হাল ধরেছে পরিবহনমন্ত্রক, তা স্পষ্ট।

পরিবহনমন্ত্রীর কথায়, রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কোন গাড়িই রাস্তায় চলতে পারে না। তবে এই পরিস্থিতিতে এত বেআইনি টোটো রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, যার সূত্র ধরে ভবিষ্যতে যানজটের পাশাপাশি সাধারণ পথচলতি মানুষের রাস্তায় বেরোনই দুষ্কর হয়ে পড়বে। আর সেই আশঙ্কার কথা মাথায় রেখেই পরিবহনমন্ত্রী প্রতিটি পুরসভাকে তাদের এলাকার টোটোর তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তালিকায় ঐ নির্দিষ্ট এলাকায় কটি টোটো চলে? তার বিবরণ থাকবে। এক্ষেত্রে যে সমস্ত টোটো চালকদের কাছে রেজিস্ট্রেশন নম্বর নেই তাদের টোটো বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে যারা বৈধভাবে টোটো চালাচ্ছেন তাদের একটি কিউআর কোড দেওয়া হবে সেটিই হবে তাদের পরিচয়পত্র।

Related News