অবিশ্বাস্য, চাঁদের বুকে পা রেখেছিতেই মিলল 96 বস্তা মানুষের মল! নেপথ্যে কোন রহস্য?

Written by TT Desk

Published on:

Poop On The Moon: গোটা বিশ্ববাসীর আলোচনার মূল বিষয়বস্তু এখন ভারত। সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করেছে ভারতের চন্দ্রযান-3। গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যে 6 টা বেজে 4 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং হয় ল্যান্ডার বিক্রমের। সফলভাবে ল্যান্ডিংয়ের পরই গোটা দেশ মেতে ওঠে উৎসবের মেজাজে। দীর্ঘ প্রচেষ্টার পর সাফল্যের আনন্দে আবেগপ্রবণ হতে দেখা যায় ISRO-র কর্মীদের। তবে পরিকল্পনা মাফিক সবকিছু ঠিকঠাক হলেও রয়ে গেল বিতর্ক (Poop On The Moon)। 50 বছর আগের সেই বিতর্ক আরও একবার নড়ে চড়ে বসল।

আবারও শুরু হল 50 বছর আগের বির্তক

চাঁদের মাটিতে আগেও কি মানুষের পদধূলি পড়েছে! এই জল্পনাই প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে বারংবার মাথা চাড়া দিয়ে ওঠে। যদিও অ্যাপোলো-11 চাঁদের মাটি স্পর্শ করে ফিরে আসার সময়ে প্রমাণস্বরূপ চাঁদে যাওয়ার সমস্ত বৈজ্ঞানিক তথ্য, চাঁদের মাটি ও টিলার অংশ নিয়ে ফিরে এসেছিল পৃথিবীতে। চাঁদের মাটিতে দাঁড়িয়ে আমেরিকার পতাকা নিয়ে ছবি তুলে আনেন মহাকাশচারী নিল আমস্ট্রংয়। তা সত্ত্বেও দ্বন্দ্ব রয়ে গিয়েছে।

ভারতের চন্দ্রযান-3 চাঁদের মাটি স্পর্শ করার কিছু মুহূর্ত আগেই সেই 50 বছর পূর্বের বিতর্কের সাপেক্ষে কিছু তথ্য প্রমাণ সামনে এসেছে। প্রকাশ্যে আসা ছবিতে চাঁদের মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে, বর্জ্য এবং মল মূত্রের 96 টি ব্যাগ (Poop On The Moon)। শোনা যাচ্ছে, চাঁদে যেহেতু হাওয়া চলাচল করতে পারেনা তাই 50 বছরেরও বেশি সময় ধরে মল-মূত্রসহ বর্জ্যের ব্যাগগুলি সেখানেই পড়ে রয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। কাজেই সেখানে সবকিছুই ভাসমান। সেই কারণে মল-মূত্র ত্যাগ করার ক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়তে হয় মহাকাশচারীদের। ফলে বেশিরভাগ সময় ডায়াপার পরে কাটিয়ে দেন তাঁরা।

তবে ব্যবহারের সেই ডায়পার ভর্তি বর্জ্যের ব্যাগ কোনো কারণবশত চাঁদের মাটিতে ছুড়ে ফেলা হয়েছে কিনা সে কথা স্পষ্ট নয়। যদিও এই প্রসঙ্গে মহাকাশ গবেষণা সংস্থার দাবি, চাঁদের মাটি ছুঁয়ে ফিরে আসার সময় মহাকাশচারীরা মলমূত্রের ব্যাগ গুলি সঙ্গে নিয়ে এসেছিলেন (Poop On The Moon)। তবে কোনো কারণ বশত ব্যবহৃত ডায়াপার গুলি সেখানেই রয়ে গিয়েছে। আর সেই ছবিই হয়তো বন্দি হয়েছে ক্যামেরায়।

Related News