সামান্য কিছু টাকার বিনিয়োগে পেতে পারেন ১৫ লাখ! জানুন LIC-র এই দুর্দান্ত স্কিম

Written by TT Desk

Published on:

LIC নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের শেষ নেই। কারণ বিভিন্ন জীবন বীমা গুলি নিয়ে এই কেন্দ্রীয় বীমা সংস্থা হাজির হন প্রতিনিয়ত। ৮-৮০ কার্যত সকলের জন্য একাধিক স্কিম রয়েছে এল. আই. সি -র কাছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে LIC -র নতুন একটি পলিসি। LIC Act 1956 অনুযায়ী LIC একটি স্বয়ংশাসিত সংস্থা। যে কারণে দেশের মানুষের নির্ভরযোগ্য স্থান এই সংস্থা। এবার আপনিও নিশ্চয়ই সেই পলিসি সম্পর্কে জানতে আগ্রহী। তাহলে চলুন সেই নির্দিষ্ট পলিসি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া যাক।

LIC স্কিমের নাম – এল. আই. সি জীবন সরল পলিসি (LIC Jeevan Saral Policy)

জীবন সরল পলিসি সম্পর্কে আরও বিস্তারিত –
১) মূলত অর্থ সঞ্চয় করতে এবং দানমূলক বা endowment প্ল্যান হিসাবে এই পলিসি কাজ করবে।

২) দুর্ঘটনায় মৃত্যু হলে পলিসি হোল্ডারের পরিবারকে প্রাপ্য বোনাস বা যেকোনো টাকা LIC তরফ থেকে প্রদান করা হবে।

৩) আপনি এই পলিসি চালানোর সময় ঋণ নিতে পারবেন। সাথেই কর সঞ্চয়ের বিষয়েও সুবিধা পাওয়া যায়।

৪) এই পলিসিতে এক বছর, ছয়মাস, তিনমাস বা একমাসের প্রিমিয়াম জমা দেওয়ার মতো চারটি অপশন পেমেন্ট বেছে নিতে পারেন গ্রাহকেরা।

তবে এই পলিসিতে বয়স ও মেয়াদ সম্পর্কিত বিশেষ কিছু তথ্য জানানো হয়েছে। সেগুলি হলো –
১) পলিসি হোল্ডারকে টানা ১৫ বছর প্রিমিয়াম দিতে হবে। তার বদলে ১৫.৫ লক্ষ টাকা রিটার্ন পাবেন গ্রাহক। ভেঙে বললে ১০ লক্ষ টাকা আসল ও ৫.৫ লক্ষ টাকা বোনাস পাবেন LIC।

২) পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি ও তার পরিবার পুরো অর্থ ফেরত পাবে।

৩) এই পলিসিতে রিটার্ন বেশি বছরের জন্য নেওয়া ভালো হবে। উদাহরণ দিয়ে বললে ২০ বছরের জন্য পলিসি গ্রহণ করলে নিশ্চিত ১০ লক্ষ টাকা পাবেন সাথেই বাড়তি সুদ তো থাকছেই।

৪) ৩ বছর টানা প্রিমিয়াম দেওয়ার পরে গ্রাহক টাকা জমা না দিলেও পলিসি ম্যাচিওর করার সময় জমা অর্থ ও সুদ পাবেন।

পলিসিতে নাম লেখানোর উপযুক্ত বয়স – এই পলিসিতে ৩৫ বছর থেকে ৬০ বছর বয়স পর্যন্ত নাম লিখাতে পারবেন।

মাসিক প্রিমিয়াম – নূন্যতম আপনার সাধ্যমতো ও উচ্চতম মাসে ১০,০০০ টাকা পর্যন্ত প্রিমিয়াম দিতে পারবেন একজন গ্রাহক।

বিঃদ্রঃ – এই পলিসির সাথে সাথেই আপনি জীবন আজাদ (LIC Jeevan Azaad Policy) ও বীমা রত্ন পলিসি (LIC Bima ratna Policy) গুলিও দেখতে পারেন।

Related News