তৈলাক্ত ত্বকের যত্নে কোন মিশ্রণ উপকারী, জানতে পড়ুন

Written by News Desk

Published on:

আমাদের সবার ত্বক এক নয়। কারো ত্বক শুষ্ক, আবার কারো ত্বক তৈলাক্ত। কারো কারো ত্বক আবার মিশ্র হয়ে থাকে। তবে যাদের ত্বক তৈলাক্ত, তাদের ত্বক নিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। বিশেষ করে তৈলাক্ত ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে।

তবে তৈলাক্ত ত্বকের জন্য ডিমের প্যাক ব্যবহার করতে পারেন, এর উপকারিতাও অনেক। অন্যদিকে লেবুর রসও তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী। লেবুর রসে রয়েছে অ্যাসট্রিনজেন্ট উপাদান, যা ত্বকে থাকা অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ সহায়তা করে। আর ডিমে থাকা পুষ্টি উপাদান ত্বকের যত্নে বিশেষ অবদান রাখে।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে তৈলাক্ত ত্বকের যত্নে কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যা খুবই উপকারী। চলুন জেনে নেয়া যাক-

উপাদান

একটি ডিমের কুসুম, তরতাজা লেবুর কয়েক ফোঁটা রস।

ব্যবহারের পদ্ধতি

ডিম ভেঙে কুসুম আলাদা করে একটি বাটিতে রাখুন। এর সঙ্গে লেবুর রস ভালোভাবে মেশান। এবার মিশ্রণটি মুখে লাগান। ১৫ মিনিট মুখে রাখুন এবং শুকাতে দিন। এবার কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এবার মুখে ময়েশ্চারাইজার লাগান। ভালো ফলের জন্য সপ্তাহে এই মিশ্রণ একবার মুখে লাগান

Related News