সম্পর্ক বিচ্ছেদের পিছনে লুকিয়ে থাকা কিছু সত্য

Written by News Desk

Published on:

অনেক সময় দেখা যায় যে আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও অনেকের দাম্পত্য জীবন সুখী হয় না।এর ফলে ভেঙে যায় সম্পর্ক, অসুখী হয়ে ওঠে দাম্পত্যজীবন। তাই বহু দম্পতিদের সম্পর্ক নিয়ে করা এক গবেষণা করে গবেষকরা দেখেছেন যে মূলত তিনটি বিষয়ের উপরেই সম্পর্ক নষ্ট হয়।আর সেগুলি হলো—

 

আর্থিক স্বচ্ছলতা: কোনও সম্পর্ককে দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করার জন্য অর্থের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। যে মানুষটি আর্থিক দিক থেকে স্বাবলম্বী নন, তিনি অন্য মানুষেরও আস্থা অর্জন করতে পারেন না।

ব্যক্তিগত নির্ভরযোগ্যতা: নিজের সঙ্গী অথবা সঙ্গিনীকে দেওয়া কথা আপনি রাখতে পারছেন কি না, সেটা সম্পর্কের স্থায়িত্বকে সুনিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়।

হাসি: হাসির অর্থ একে অন্যের উপর হাসা নয়, বরং একসঙ্গে হাসতে পারার ক্ষমতা। যেমন ধরুন যখন দু’টি মানুষ একই রকম পরিস্থিতিতে একই সঙ্গে হেসে ওঠেন, তখন বোঝা যায়, তাদের রুচি, তাদের রসবোধ ও আবেগের প্রবাহ সমগোত্রীয়। ফলে এরকম দু’জন মানুষের সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে।

Related News