বর্ষায় ভেজা কাপড়ের দুর্গন্ধ দূর করার সহজ কৌশল, দেখেনিন একঝলকে

Written by News Desk

Published on:

বর্ষায় ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে কাপড় শুকনো নিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হয়। দেখা যায়, ঠিকভাবে কাপড় না শুকাতে পারার কারণে কাপড় থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। যা খুবই অসহ্যকর।

তবে বর্ষাকালে কিছু কৌশল অবলম্বন করলে সহজেই কাপড়কে দুর্গন্ধমুক্ত রাখা যায়। চলুন তবে জেনে নেয়া যাক সেই কৌশলগুলো-

>> কাপড়ে সজীব ঘ্রাণ আনতে লেবু বা গোলাপের সুগন্ধযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়।

>> বর্ষাকালে ঘামে ভেজা কাপড় কাচার আগে কিছু সময় জলে ভিজিয়ে রাখুন। এরপর ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুয়ে ফেলে শুকাতে দিন।

>> জামা-কাপড়ের ফাঙ্গাস দূর করতে ভিনিগার ও বেইকিং সোডা বেশ কার্যকর। এছাড়াও দুর্গন্ধ দূর করতে এই উপাদানগুলো ভালো কাজ করে।

>> কাপড় শুকনোর জন্য কখন রোদ উঠবে তার জন্য অপেক্ষা না ফ্যানের বাতাসের নিচে কাপড় ছড়িয়ে দিন বা জানালার কাছাকাছি স্থানে কাপড় শুকাতে দিন।

>> একসঙ্গে অনেকগুলো ময়লা কাপড় বেশ কিছুদিন ফেলে রাখলে তা থেকে বেশি দুর্গন্ধ ছড়ায়। এজন্য অনেকগুলো কাপড় একসঙ্গে না কেঁচে অল্প অল্প করে কাপড় ধুয়ে ফেলুন। তাহলে আর কাপড় থেকে গন্ধ ছড়াবে না।

>> এছাড়া ওয়ারড্রবে চক বা সিলিকনের পাউচ রাখলে তা কাপড়ের গন্ধ দূর করতে সাহায্য করবে। তাই ওয়ারড্রবে শুকনো কাপড় ভাঁজ করে রাখার সময় চক বা সিলিকনের পাউচ রেখে দিতে পারেন।

Related News