রোজ সকালে আপেল খেলে কি কি উপকার পাওয়া যায়? জেনেনিন

Written by News Desk

Published on:

প্রায় প্রতিটা ফলই সাস্থের কোনো না কোনো উপকার করে।আমরা প্রায় সকলেই জানি যে আপেল ফলের রানী।এই উপকারী ফলটি দিনের যে কোনো সময় খাওয়া যাবে।আয়ুর্বেদ শাস্ত্র জানাচ্ছে, সকাল ব্যতীত দিনের অন্য সময়ে আপেল খাওয়া হলে ফলটির রোগ প্রতিরোধকারী উপকারিতা সম্পূর্ণ পাওয়া সম্ভব হয় না। প্রতিটি খাদ্য উপাদান গ্রহণের ধরণ ও গ্রহণের সময়ের উপর তার উপকারিতার তারতম্য ঘটে।আয়ুর্বেদ শাস্ত্র থেকে শুরু করে গবেষণার তথ্যও বলছে যে ,সকালের জল খাবারে রুটি বা ওটস খাওয়ার পর আপেল খেলে সবচেয়ে বেশি উপকারিতা পাওয়া যাবে।আপেলে থাকা পেকটিন পাকস্থলিস্থ ল্যাকটিক অ্যাসিড ও কোলনে বৃদ্ধি পাওয়া উপকারী ব্যাকটেরিয়াকে সুরক্ষিত রাখে , এটি শরীরের টক্সিন উপাদান ও ক্যানসার তৈরিকারী ক্ষতিকর উপাদানকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে।

Related News