শিশুর চুলের যত্নে আপনার যা যা করণীয়, জেনেনিন বিস্তারিত

নিজের চুলের যত্ন করলেও অনেক ক্ষেত্রে শিশুদের চুলের যত্নের গুরুত্বটা খেয়াল রাখা হয় না।

আর খেয়াল রাখলেও ঠিক কীভাবে তা করা উচিত সে বিষয়ে যথেষ্ট ধারণা অনেকেরই নেই।

বড়দের মতো শিশুদের চুলেও তেল-শ্যাম্পু দিতে হয়। তবে এর কিছু নিয়মও রয়েছে।

‘রেড বিউটি স্যালন’য়ের কর্ণধার আফরোজা পারভীন বলেন, “শিশুর মাথার ত্বক ভালো রাখতে এবং চুলের বৃদ্ধি উন্নত করতে সপ্তাহে অন্তত একবার শিশুর চুলে তেল মালিশ করা এবং ভালো মতো শ্যাম্পু করা প্রয়োজন।”

তার মতে, একেক বয়সের শিশুদের চুলে একেক ভাবে যত্ন নিতে হবে।

যেমন- জন্ম থেকে এক বছরের শিশুদের মাথায় তেল দেওয়া অনেকটাই সহজ। সাধারণভাবেই এই বয়সের শিশুদের সারা শরীর ও চুলে তেল দেওয়া হয়।

তাদের চুলে কেবল তেল মেখে না রেখে ঘড়ির কাটার দিকে এবং এর উল্টা দিকে মালিশ করা হলে শিশুর ঘুম ভালো হবে, রক্ত সঞ্চালন বাড়বে, চুলের বৃদ্ধি ভালো হবে এবং মাথার ত্বকে পুষ্টি যোগাবে।

শিশুর চুলেও তেল কুসুম গরম করে ব্যবহার করার পরামর্শ দেন এই রূপবিশেষজ্ঞ।

শিশুর মাথায় তেল থাকা অবস্থায় তাকে এসি ঘরে না রাখাই ভালো, এতে তার ঠাণ্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না।

গোসলের এক-দেড় ঘণ্টা আগে শিশুর সারা শরীরে তেল মেখে রাখা উচিত। তেল ভালো মতো পরিষ্কার করার জন্য শিশুর মাথা তার উপযোগী শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।

সপ্তাহে তিনবার এই নিয়ম অনুসরণ করা হলে শিশুর চুল ভালো থাকবে।

এক থেকে তিন বছরের শিশুরা সাধারণত মাথায় তেল দিতে চায় না বা নানান রকম বায়না করে। তাই তাদের ঘুম পাড়ানো অবস্থায় মাথায় তেল দেওয়া যেতে পারে অথবা তাকে ঘুম থেকে ওঠানোর সময় মাথায় তেল মালিশ করা যেতে পারে।

ঘণ্টা খানেক অপেক্ষা করে শিশুর চুলে শ্যাম্পু করে দিতে হবে।

আফরোজা পারভীন বলেন, “তিন থেকে দশ বছরের শিশুরা খুব চঞ্চল হয় এবং এরা কোনোভাবেই মাথায় তেল দিতে চায় না। তাই তাদের বুঝিয়ে অথবা অন্য কোনো উপায়ে মাথায় তেল দেওয়ার ব্যবস্থা করতে হবে।”

শিশুরা চুলে তেল না দিলে মাথার ত্বক শুষ্ক হয়ে নানান রকমের মাথার ত্বক ও চুলের সমস্যা যেমন- খুশকি, ত্বকে ছোট ছোট দানা, চুল পড়া ইত্যাদি দেখা দিতে পারে।

এছাড়াও এরা ছুটাছুটি করে বলে মাথায় ঘাম বেশি হয় এবং তা পরিষ্কার করা না গেলে মাথার ত্বক ব্রণ, ফাঙ্গাস ও ব্যাক্টেরিয়ার সংক্রমণ দেখা দিতে পারে।

সপ্তাহে অন্তত একবার শিশুর চুলে তেল দেওয়া ও ঠিক মতো আঁচড়ানো – মাথার ত্বককে সুস্থ রাখতে এবং চুলের বৃদ্ধি ও স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে বলে জানান আফরোজা পারভীন।

News Desk

Recent Posts

নারীদের শরীরে ডায়াবেটিসের যে ৬ লক্ষণ দেখা দেয়

ডায়াবেটিস একটি মারাত্মক রোগ, যা সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে। দুর্ভাগ্যবশত ডায়াবেটিসের কোনো প্রতিকার নেই। ডায়াবেটিসের কারণে রক্তে শর্করার পরিমাণ…

15 hours ago

মাড়ি দিয়ে রক্ত পড়া কঠিন রোগের লক্ষণ নয় তো?

দাঁত বা মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যায় অনেকেই ভোগেন। এর অর্থ হলো, আপনি পাইওরিয়া বা দাঁত-মাড়ি সংক্রমণে ভুগছেন। তবে জেনে…

16 hours ago

নখের ইনফেকশন সারাবেন যেভাবে

নখের বিভিন্ন সমস্যায় ভোগেন অনেকেই। তার মধ্যে নখের ইনফেকশন অন্যতম। এক্ষেত্রে নখ অনেকটাই নষ্ট হয়ে যায়। নখ কালো হতে পারে…

19 hours ago

দুপুরের ঘুম শরীরের জন্য ভালো নাকি খারাপ?

দুপুরে ভরপেট খাওয়ার পর বিছানায় গা এলিয়ে দেন অনেকেই। যাকে বলা হয় ভাতঘুম। দুপুরের ঘুমের মধ্যে অনেকেই শান্তি খুঁজে পান।…

19 hours ago

বাবা-মায়ের যে ভুলে সন্তান রাগী ও জেদি হয়ে ওঠে

সন্তান লালন-পালন করা সহজ কাজ নয়। তাদের ভবিষ্যৎ গড়তে কখনো কখনো কঠোর হতে হয় আবার কখনো ভালোবাসা দিয়ে তাদের মন…

20 hours ago

হঠাৎ মাথাব্যথায় হতে পারে স্ট্রোক, জানুন লক্ষণ

স্ট্রোক শুধু বয়স্কদেরই নয়, বরং তরুণদের মধ্যেও হতে পারে যখন তখন। চিকিৎসকদের মতে, স্ট্রোক আক্রান্তকে যত তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে…

21 hours ago