প্রেম করে বিয়ে করার যত সুবিধা, জানলে অবাক হবেন আপনিও

Written by News Desk

Published on:

পারিবারিক নাকি প্রেম, কোন বিয়েতে বেশি সুখ? এমন প্রশ্ন হাজারো মানুষের মনে। এ নিয়ে নানা রকম মতও রয়েছে। এক সময় প্রেমের বিয়ে পরিবার কোনোভাবেই মেনে নিতেন না। তবে যুগ বদলেছে। আজকাল প্রেমের বিয়ে খুব সহজেই মেনে নেয় পরিবার।

তাছাড়া এই যুগে বিয়ে করার আগে হবু স্বামী বা স্ত্রী পূর্ব পরিচিত হওয়া বা প্রেম করে বিয়ে করার বেশকিছু সুবিধা রয়েছে। সেগুলো কী? চলুন জেনে নেয়া যাক-

ভালো লাগা

বিয়ে শুধু দু’টি মানুষের মধ্যে নয়, দু’টি পরিবারের মধ্যেও নতুন সম্পর্কের সূচনা করে। তাই নব দম্পতির অনেকটা সময় চলে যায় পরিবারের লোকজনের সঙ্গে পরিচিত হতে। নিজেদের পছন্দ-অপছন্দের খবর নেয়ার তেমন সুযোগ পান না তারা। ফলে দু’জনের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। কিন্তু বিয়ের আগে প্রেম বা বন্ধুত্ব থাকলে ভুল বোঝাবুঝির সুযোগ থাকে কম, দাম্পত্যজীবনও হয় মধুময়। আর পরবর্তীতে উপহার নির্বাচনেও অসুবিধা হয় না।

বিশ্বাস

স্বামী-স্ত্রীর সম্পর্কের মূল ভিত হলো বিশ্বাস। এটি ছাড়া কখনো সংসার টিকিয়ে রাখা সম্ভব নয়। আর বিয়ের আগে, অর্থাৎ মন দেওয়া-নেয়ার সময় একে-অপরের প্রতি বিশ্বাসের প্রমাণ দেওয়া বা পাওয়ারও যথেষ্ট সুযোগ থাকে। সুযোগ থাকে অন্যজনের ভালো লাগা-মন্দ লাগা, চিন্তা-ভাবনা সম্পর্কে জানারও।

ভুল-ত্রুটি বা দূর্বলতা

প্রতিটি মানুষই ভুল করে। প্রত্যেকের মধ্যেই থাকে নানা ক্রুটি বা দূর্বলতা। কিন্তু বিয়ের পরে হঠাৎ করে এসব জানার পর অনেক দম্পতির মধ্যেই হতাশার জন্ম নেয়। কেউ-ই “পারফেক্ট” নয় – কথাটা যেমন ঠিক, তেমনই বিয়ের আগে এ সমস্ত কথা জানা থাকলে একে-অপরের ক্রুটিগুলো মেনে নেয়া সহজ হয় বৈকি!

ভুল বোঝাবুঝির সুযোগ নেই

আজকের যুগের বিয়ের পর অনেক দম্পতির ভেতর তাদের পুরনো প্রেম নিয়ে ঝগড়া-বিবাদ লেগে থাকে। কিন্তু প্রেম করে বিয়ে করলে এর কোনো সুযোগ থাকে না, বরং স্বামী-স্ত্রীর বন্ধুদের মধ্যে অনেকেই পূর্ব পরিচিত বা “কমন ফ্রেন্ড” হওয়ায় আধুনিক জীবনযাপন আরো সহজ হয়।

পারিবারিক কলহ এড়ানো যায়

বিয়ের পর দুই পরিবারের মধ্যে যৌতুকের মতো নানা কারণে যে কলহ বা ভুল বোঝাবুঝি হয়, তা এড়ানো সম্ভব যদি আগে থেকেই ছেলে-মেয়ের মধ্যে বন্ধুত্ব বা প্রেম থাকে। কারণ প্রেম করে বিয়ে হলে পরিবারের বড়রা সাধারণত এসব ব্যাপারে চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে করেন।

বিশেষজ্ঞের মত

জার্মানি বা ইউরোপের দেশগুলোতে সাধারণত ভালোভাবে পরিচয়ের পরই মানুষ বিয়ে করে বা অনেকে না করেও একঙ্গে বসবাস করে। তবে বিয়ের আগে একে-অপরের পছন্দ-অপছন্দ, শখ, ইচ্ছে – এসব খুব ভালো করে জেনে নিয়ে তবেই সারাজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দেওয়া বা বিয়ের মতো বড় সিদ্ধান্তটি নেয়া উচিত বলে মনে করেন জার্মানির পারিবারিক সম্পর্ক বিশেষজ্ঞ ব্যার্নহার্ড ভল্ফ।

Related News