অল্প বয়সীদের সমস্যা ‘কন্ডাক্ট ডিসঅর্ডার’, জেনেনিন এই বিষয়ে কি বলছে চিকিৎসকরা

Written by News Desk

Published on:

মানসিক অসুস্থতা বলতে কেবল কান্নায় ভেঙে পড়া, নিজেকে সবার থেকে আলাদা করে ফেলা বা নিজেকে আঘাত করা বোঝায় না। শৈশবের সাধারণ মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর একটি ‘ কন্ডাক্ট ডিসঅর্ডার’। এটি হলো এক ধরনের আচরণ ব্যাধি। এটি যখন একটি শিশু অসামাজিক আচরণ করে ।

মেন্টাল হেলথ ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার অ্যান্টনিস কৌসৌলিস বিবিসিকে বলেছেন, অল্প বয়সীদের যারা এ ধরণের আচরণগত মানসিক সমস্যায় ভুগছে। তাদের ক্ষেত্রে প্রায়ই একটা প্রশ্ন ওঠে যে, ‘তারা কি নিজেরা সমস্যাগ্রস্ত নাকি তারা কোনো সমস্যার মধ্যে আছে?’

শিশুর কন্ডাক্ট ডিসঅর্ডার থাকার কয়েকটি লক্ষণ-

>>> বেশিরভাগ সময় ঝগড়াটে, ক্রদ্ধ, অসহযোগী এবং খিটখিটে মেজাজে থাকে।

>>> ঘন ঘন রাগের তীব্র বহি:প্রকাশ বা চিৎকার চেঁচামেচি করে।

>>> প্রতিনিয়ত ঝগড়া করার মেজাজে থাকে এবং যেকোনো কিছু ঠিকঠাক না হলে সেজন্য অন্যকে দোষারোপ করা।

মিস ম্যাকহিউ জানান, এটি এমন একটি সমস্যা যা দীর্ঘসময় ধরেই চলে আসছে। তবে কখন এটি স্বাভাবিক আচরণ এবং কখন এটি রোগের উপসর্গ? সেটা ধরতে পারা খুব কঠিন এক্ষেত্রে শিশুর বাজে আচরণের হার কেমন সেটা বের করাই আসল কাজ।

সন্তানের আচরণে অনেক বেশি জেদ, অভিমান, রাগ আর তর্ক করার মনোভাব প্রকাশ পেলে ডাক্তারের শরণাপন্ন হওয়া ভালো।

Related News