নতুন বছরে চুলের নতুন কিছু হেয়ার-স্টাইল, দেখেনিন একনজরে

Written by News Desk

Published on:

নতুন বছরে ভিন্ন ও সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে নতুনত্ব আনুন চুলের ছাঁটে। কারণ সুন্দর কেশসজ্জা সৌন্দর্য বৃদ্ধির অন্যতম শর্ত। নিজেকে আকর্ষণীয় করে তুলতে চাই চেহারার সঙ্গে মানানসই চুলের কাট।

পুরুষের হেয়ার স্টাইল নিয়ে আমাদের টিপস। চেহারার ধরন অনুযায়ী বেছে নিন আপনার পছন্দের হেয়ার কাটটি।

১। অবলং ফেস শেপ

অবলং বা লম্বা চেহারার ছেলেদের ছোট চুলের কাট বেশ মানিয়ে যায়। সাধারণত সাইড সোয়েপ্ট ক্রু কাট, সাইড পার্ট, ব্রাশ আপ অথবা শর্ট স্পাইকি হেয়ার কাটটি অবলং চেহারার অধিকারীরা কাটতে পারেন।

২। ওভাল ফেস শেপ

ওভাল বা ডিম্বাকৃতির চেহারার সঙ্গে যেকোনো হেয়ার স্টাইল মানিয়ে যায়। তবে ব্যাংস অথবা ফ্রিঞ্জ হেয়ার কাট এড়িয়ে যাওয়া ভালো। কারণ এটি কপাল ঢেকে রাখে এবং গোলাকৃতির মাথাকে আরও বেশি গোলাকৃতি দেখায়।

৩। ডায়ামন্ড ফেস শেপ

ডায়ামন্ড মুখাকৃতিতে চিবুকের হাড়টি কৌণিক হয়ে থাকে। ফক্স হক অথবা টেক্সচারড ক্রপ দারুণ মানিয়ে যায় এ ধরনের চেহারায়।

৪। রাউন্ড ফেস শেপ

এ ধরনের চেহারায় দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়। এ চেহারায় চুলের একপাশ ছোট এবং সামনের চুলের অংশ কিছুটা লম্বা করে কাটতে হয়, যা গোলাকার চেহারার মধ্যে ভারসাম্য বজায় রাখে।

৫। স্কয়ার ফেস শেপ

স্কয়ার চেহারায় অনেকগুলো ধারালো কোণ রয়েছে যা চেহারায় একটি পুরুষালী ভাব নিয়ে আসে। এ ধরনের চেহারার মানুষদের ছোট হেয়ার কাট ভালো মানিয়ে যায়, যা প্রাকৃতিকভাবে চেহারাকে কিছুটা গোলাকার করে তোলে।

৬। ট্রায়াঙ্গেল ফেস শেপ

ত্রিভুজাকৃতির চেহারা মানুষদের ক্লিন শেভ এবং কিছুটা লম্বা চুলে ভালো লাগে। তবে চুলের দৈর্ঘ্য খুব বেশি না হওয়াই ভালো।

Related News