যেসব লক্ষণে বুঝবেন যে হেডফোন আপনার মস্তিস্কের কার্যকারিতা নষ্ঠ করছে, জেনেনিন

Written by News Desk

Published on:

কানের সঙ্গে মস্তিকের যোগাযোগ সরাসরি। হেডফোন থেকে সৃষ্ট ইলেক্ট্রম্যাগনেটিক তরঙ্গ মস্তিষ্কের জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে। মাঝে মাঝে কানের ভেতরে ভোঁ ভোঁ আওয়াজ হওয়া ও মাথা ব্যথা হওয়া মস্তিস্কের জন্য মারাত্নক ক্ষতিকর।

অতিরিক্ত হেডফোন ব্যবহারের জন্য অনেকেই কানের ব্যথা অনুভব করেন। হেডফোন ব্যবহার করলে সরাসরি অডিও কানে যায়। বেশি মাত্রার আওয়াজ সরাসরি কানে গেলে শ্রবণে সমস্যা হতে পারে।

ইয়ারফোন কারও সঙ্গে ভাগ করলে সহজেই কানে সংক্রমণ হতে পারে। অন্য কারও কান থেকে ব্যাকটেরিয়া সহজেই হেডফোনের মাধ্যমে আপনার কানে আসতে পারে।

বেশিরভাগ হেডফোন এয়ার-টাইট। ফলে হেডফোন ব্যবহারে কানে বাতাস প্রবেশ করতে পারেনা। যার ফলে ঝুঁকি থেকেই যায়।

একটি গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় হাই ভলিউম-এ গান শুনলে হেডফোন খোলার পরও কিছুক্ষণ ভালোভাবে কানে শোনা যায় না। টানা ১৫ মিনিট ১০০ ডেসিবেলের বেশি মাত্রায় গান শুনলে বধির হওয়ার সম্ভাবনা তৈরি হয়।rs

Related News