খাবার খেয়ে স্নান করলে যেসব ক্ষতি হয়, জেনেনিন বিস্তারিত ভাবে

Written by News Desk

Published on:

আমরা অনেকেই বাইরে থেকে ফিরে বা ঘরে থেকেও অলসতায় স্নান না করে আগে খাবার খাই। এরপর স্নানে যাই।

খাবার খেয়েই সঙ্গে সঙ্গে স্নান করার অভ্যাস কিন্তু আমাদের জন্য ক্ষতিকর।

কীভাবে? জেনে নিন:

• খাবার হজমে সমস্যা হয়।

• ফলে গ্যাস-অম্বল এবং বদহজম থেকে শুরু করে বুকজ্বালা করতে পারে।

• শরীরের স্বাভাবিক তাপমাত্রা হঠা‍ৎ পরিবর্তন ঘটলে তা আমাদের শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকেও প্রভাবিত করে।

• রক্তচাপের আকষ্মিক ওঠা-নামার সঙ্গে সঙ্গে হার্টের সমস্যার ঝুঁকিও তৈরি হয়।

• খাবার খাওয়ার আগে অথবা অন্তত দু’ঘণ্টা পর স্নান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

Related News