ওপেন পোরসের সমস্যায় কীভাবে ব্যবহার করবেন মেথি, দেখেনিন একঝলকে

Written by News Desk

Published on:

ওপেন পোর্সের সমস্যা থেকে রেহাই পেতে রাতের বিউটি রুটিনে এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে  ওপেন পোর্স অনেকটা কমবে, ত্বক উজ্জ্বল ও সুন্দর হবে। এছাড়া এই তীব্র গরমে রোদে ক্ষতিগ্রস্ত ত্বকের শুশ্রুষা করে তুলতে দারুণ কার্যকরী এই মেথি ও মুলতানি মাটির প্যাক।

মেথি ও মুলতানি মাটির প্যাক তৈরি করে মুখে লাগান। এই প্যাক তৈরি করতে লাগবে

উপকরণ

  • মেথির দানা(জলে আগে থেকে ভিজিয়ে রাখা)- ১ ছোট চামচ
  • নীম পাতা- ৪-৫টি
  • শশা(ছোট)- ১ টা
  • মুলতানি মাটি- ১ চা চামচ
  • পাতিলেবুর রস- ১/২

প্যাক বানানোর বিধি

  • প্রথমে ভিজিয়ে রাখা মেথির বীজ, নীম পাতা ও শশা ব্লেন্ডারে দিয়ে ভাল করে পিষে নিন।
  • এবার ব্লেন্ডার থেকে বার করে এই মিশ্রণটি একটি পাত্রে রেখে দিন।
  • এবার এই পাত্রে লেবুর রস ও মুলতানি মাটি মিশিয়ে নিন।
  • পেস্ট যদি বেশি ঘণ হয় তা হলে এতে গোলাপ জল মিশিয়ে পেস্টের কনসিসটেনসি ঠিক করে নিন।
  • এবার এই মিশ্রণ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন।

কীভাবে ব্যবহার করবেন-

  • ব্যবহারের আগে মুখ ভাল করে ক্লেনজার দিয়ে পরিষ্কার করে নিন।
  • যাদের তৈলাক্ত ত্বক তারা ফোম বেস্ড ক্লেনজার ব্যবহার করুণ আর যাদের নর্মাল বা ড্রাই স্কিন তারা ক্রিম বেস্ড ক্লেনজার ব্যবহার করতে পারেন।
  • এরপর মুখ ভাল করে শুকিয়ে নিয়ে এই প্যাক আপনার মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে নিন। কমপক্ষে ১৫ মিনিট এই প্যাক মুখে লাগিয়ে রাখার পর মুখ ধুয়ে নিন।
  • মুখ ধোওয়ার সময় মুখ হালকা মালিশ করে নিন এবং তারপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।bs

Related News