জানেন কি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত স্কিন কেয়ার প্রোডাক্টে কেন এত জরুরী? না জানলে জেনেনিন

Written by News Desk

Published on:

কোন স্কিন কেয়ার প্রোডাক্ট কতটা কার্যকরী তা পুরোপুরি নির্ভর করছে এতে কোন ধরণের উপকরণ আছে। তাই এই গরমে রোদের কড়া তাপে যাতে ত্বকের সৌন্দর্য মলিন না হয়ে বজায় থাকে তার জন্য নিত্যদিনের পরিচর্যায় ব্যবহার করতে হবে অ্যান্টিঅক্সডেন্ট যুক্ত ক্সিন কেয়ার প্রোডাক্ট। বিশেষ করে নিত্যদিনের ধকলে যাদের ত্বক মলিন ও জৌলুসহীন হয়ে পড়েছেন তাদের জন্য এই অ্যান্টিঅক্সিজেন ভীষণ কার্যকরী। অ্যান্টিঅক্সিডেন্ট মলিকিউল এক ধরণের বিশেষ অণু যা ত্বককে পরিবেশে থাকা ফ্রি রেডিকেলসের সঙ্গে মোকাবিলা করে ত্বক ও শরীরের কোষগুলিকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচিয়ে রাখে। এই অ্যান্টি অক্সিডেন্ট সাধারণত ভিটামিন ও প্রাকৃতিক খনিজ পদার্থে পাওয়া যায়। এগুলি শাক সবজি, ফল মূলে প্রচুর পরিমাণে থাকে। খাবারের মাধ্যমে এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে প্রবেশ করে। তবে ত্বক যাতে সরাসরি অ্যান্টিঅক্সিডেন্টের উপকারিতা পায় তার সব থেকে সহজ উপায় হল স্কিন কেয়ার প্রোডাক্ট। তবে শুধু গরমকালে কিংবা জৌলুসহীন ত্বকের পরিচর্যার জন্যেই নয় ত্বকের একাধিক সমস্যার সমাধানে এই অ্যান্টিঅক্সিডেন্ট ভীষণ কার্যকরী। সেগুলি কী কী জেনে নিন-

ত্বকের তারুণ্য ধরে রাখে অ্যান্টিঅক্সিডেন্ট

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নমনীয়তা হারায় আমাদের ত্বক। এর ফলে চামড়ার ঢিলে হয়ে যাওয়া,  কুঁচকে যাওয়া কিংবা বলি রেখা পরার মত সমস্যা দেখা দেয়। এই সময় অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত প্রোডাক্ট ব্যবহার করলে ত্বকের কোলাজেন উত্পাদনের মাত্রা বেড়ে যায়। এই কোলাজেন হল ত্বকের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন। এর বৃদ্ধির ফলে ত্বক টানটান হয় দেখতে আরও পেলব ও নমনীয় হয়ে যায়। অ্যান্টি অক্সিডেন্ট যু্ক্ত প্রোডাক্ট ব্যবহারের ফলে ত্বকের বয়স বাড়ার যে প্রক্রিয়া রয়েছে তার গতি স্লথ হয়।

স্কিন হাইড্রেট করে

অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রে রেডিকেলস প্রতিরোধ করে ও ত্বককে আরও মসৃণ ও মোলায়েম করে তোলে। সংবেদনশীল থেকে শুষ্ক ত্বকের ধরণ যাই হোক না কেন সব ক্ষেত্রেই ত্বক হাইড্রেট করে পেলব করে তোলে।

আনইভেন স্কিনটোনের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট ভীষণ উপকারী

ত্বক আনইভেন হলে আরও বেশি মলিন ও প্রাণহীন দেখায়। এই অবস্থায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট  যু্ক্ত সামগ্রী ব্যবহার করলে উপকার পাবেন।bs

Related News