ঘর জীবানুমুক্ত রাখতে, এই কয়টি সহজ টোটকার! মাধ্যমে

Written by News Desk

Published on:

বার বার সাবান দিয়ে হাত ধোয়া, ঘর, বাড়ি জীবাণুমুক্ত করার বিষয়ে সচেতনতা বেড়েছে। ঘর জীবানুমুক্ত রাখতে বাজারের নামীদামি ফিনাইল বা জীবাণুনাশক ব্যবহার করেছেন অনেকেই। কিন্তু এ সব রাসায়নিক ব্যবহার না করে ঘরোয়া কিছু উপাদান দিয়ে পরিষ্কার করা যায় ঘর।

সাদা ভিনেগার
অ্যাসিড হিসেবে বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় সাদা ভিনেগার। এটি কড়া অ্যাসিড বলেই জীবাণুনাশক হিসেবে এর ব্যবহার করা যেতে পারে। এ ছাড়াও চিটচিট ময়লা তুলে ফেলতে পারে এই ভিনেগার।

ভদকা
পানীয় হিসেবে প্রচলিত এই উপাদানটি জীবানু ধংস করে। এতে প্রায় ৪০ শতাংশ ঘনত্বের অ্যালকোহল থাকে। ফলে জীবাণু তো বটেই খুব কড়া দাগও মুছে ফেলতে পারে এটি। এমনকি কভারের কাপড়ের পুরনো বোটকা গন্ধও দূর করতে পারে ভদকা।

লেবুর রস
করোনা আতঙ্কের পর থেকে অনেকেই সকালে লেবু জল খেতে শুরু করেছেন। কিন্তু এর পাশাপাশি লেবুর অন্য গুণও আছে। লেবুর রস জীবাণুনাশক হিসেবেও ব্যবহার করা যায়। তা ছাড়া ধাতব জিনিস লেবু দিয়ে পরিষ্কার করলে সেগুলোর উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

বাষ্প
ঘরে জলীয় বাষ্প তৈরি করা গেলেও, তার কারণে জীবাণুর উৎপাত কমতে পারে। অনেকেই এই পদ্ধতিতে ঘরকে জীবাণুমুক্ত করেন।

RS

Related News