শুকনো লঙ্কার সহজ-সরল টোটকা, দূর হবে অর্থনৈতিক সংকট, সংসার ভরবে সুখ সমৃদ্ধিতে

Written by TT Desk

Published on:

মূল্যবৃদ্ধির বাজারে আর্থিক সংকট যেন ক্রমাগত বেরেই চলেছে। ভারতের অর্থনীতি যে পর্যায়ে পৌঁছেছে সেখানে মধ্যবিত্তের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে। সবাই তার নিজের সংসারের আর্থিক সমৃদ্ধি ধরে রাখতে ব্যাকুল হয়ে উঠছে। এবার সেই বিষয়েই সহজ টোটকা জানা গেল; শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়েই। শুকনো লঙ্কার দ্বারাই অর্থনৈতিক সংকট দূর হয়ে, শ্রী বৃদ্ধি হবে বাড়ির।

রান্নাঘরের এক অত্যাবশকীয় জিনিস হল শুকনো লঙ্কা। যেকোনো রান্নাতে ফোরণের কাজে ব্যবহার করা হয় এটিকে। আবার কোন বাচ্চার নজর লাগলে বলে নাকি, শুকনো লঙ্কা পুড়িয়ে দিলে কুনজর কেটে যায়। এইসবের পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়েও উন্নতি আনবে শুকনো লঙ্কা। দেখে নিন সেই সহজ পদ্ধতিগুলি কি কি।

রাতে যে বালিশে শোন বা আলমারিতে যেখানে টাকা রাখেন তার নিচে সাতটি করে শুকনো লঙ্কা যদি রাখা যায়; তাতে শারীরিক এবং অর্থনৈতিক উন্নতি হবে। এছাড়া যারা বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালী পড়েন, সেই লক্ষ্মীর ঘটের সামনে যদি সাদা কাপড় সাতটি শুকনলঙ্কা জড়িয়ে রাখা যায়; তাহলে তা অর্থনৈতিক সংকট দূর করবে। এই নিয়ম অন্ততপক্ষে পরপর ৭ দিন মেনে চলতে হবে, তাহলে ফলাফল মিলবে হাতেনাতে।

Related News