Fridge Tips: ফ্রিজ চালানোর সময় যে ভুল ডেকে আনবে বিপদ, না জানলে জেনেনিন

Written by TT Desk

Published on:

আমাদের দৈনন্দিন জীবনের কাজ সহজ করতে নানা প্রযুক্তির আগমন ঘটেছে। সেসব আশীর্বাদের মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, টিভি এবং ওয়াশিং মেশিন ইত্যাদি। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগই এদিকে নজর রাখেন না। একবার কিনে এনে বাড়িতে রেখে দিলেই মনে করেন দায়িত্ব শেষ। কিন্তু এগুলো ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। আপনার ছোট একটি ভুলে ফ্রিজে যেকোনো সময় আগুন লেগে যেতে পারে, তা কি আপনি জানেন?

অনেকে মনে করেন আগুন লাগার ঘটনা কেবল মাইক্রোওয়েভ আর এসির ক্ষেত্রেই ঘটে। কিন্তু এটি মোটেই ঠিক নয়। এমনটা ঘটতে পারে আপনার সাধের ফ্রিজটির ক্ষেত্রেও। সম্প্রতি ভারতের পাঞ্জাবের জলন্ধরে এমনই ঘটনা ঘটেছে। একটি বাড়িতে রেফ্রিজারেটর বিস্ফোরিত হয়ে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। অবাক করা বিষয় হলো, সেই ডাবল ডোর ফ্রিজ খুব বেশি পুরনো ছিল না, মাত্র ৭ মাস আগেই কেনা হয়েছিণ। আপনার ফ্রিজটিকে কীভাবে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করবেন, চলুন জেনে নেওয়া যাক।

Related News