PETROL DIESEL PRICE : চলে এলো বড় আপডেট, জলের দরে বিক্রি হবে পেট্রোল-ডিজেল

Written by TT Desk

Published on:

রাজধানী শহরগুলি ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের এক ধাক্কায় কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। মূলত, LPG গ্যাসের দাম বেশ কিছুটা কমে যাওয়ার কারণে ভবিষ্যৎবাণী করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে বড় ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত এক বছরে কয়েক দফায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। যার ফলে পেট্রোল-ডিজেলের বিকল্প হিসেবে বেড়েছে ইলেকট্রিক গাড়ির বিক্রি। তবে এবার সেই বৃদ্ধিতে অঙ্কুশ টানতে চলেছে কেন্দ্রীয় সরকার। মনে করা হচ্ছে, এক ধাক্কায় বেশ কিছুটা দাম কমবে এই জ্বালানি বিকল্পের।

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে এক লিটার পেট্রোল কেনার জন্য 101.94 টাকা খরচ করতে হবে, যেখানে ডিজেলের দাম প্রতি লিটার 87.89 টাকা। উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে, পেট্রোলের দাম লিটার প্রতি 96.57 টাকা রেকর্ড করা হচ্ছে, যেখানে ডিজেলের দাম 89.76 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও, নয়ডাতেও পেট্রোলের দাম লিটার প্রতি 96.79 টাকা রেকর্ড করা হচ্ছে, যেখানে ডিজেলের প্রতি লিটার 90.05 টাকায় বিক্রি হচ্ছে। তবে পেট্রোল-ডিজেলের দামের ক্ষেত্রে অন্য সকল রাজ্যকে ছাড়িয়ে গেছে পশ্চিমবঙ্গ। আজ পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতাতে পেট্রোল লিটার প্রতিতে বিক্রি হচ্ছে 106.44 টাকা। যেখানে ডিজেল বিক্রি হচ্ছে 93.39 টাকা লিটারে।

এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, যেহেতু এক ধাক্কায় LPG গ্যাসের দাম কমেছে চোখে পড়ার মতো। সেই কারণে পেট্রোল-ডিজেলের দামের ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন দেখা যাবে খুব শীঘ্রই। বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে পেট্রোলের মূল্য 5 টাকা পর্যন্ত কমতে পারে প্রতি লিটারে। যেখানে ডিজেলের মূল্য প্রতি লিটারে 4 টাকা পর্যন্ত কমার ইঙ্গিত পাওয়া গেছে।

Related News