রাজ্যের মুকুটে নয়া পালক! বিশ্বের দরবারে পৌঁছে গেল শান্তিনিকেতন! পুজোর আগে নয়া পুরস্কার নেবেন মুখ্যমন্ত্রী

Written by TT Desk

Published on:

Santiniketan World Heritage: ওয়াল্ড হেরিটেজের তকমা পেল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শান্তিনিকেতন। রবিবার ট্যুইট করে সেই খবর জানিয়ে দেওয়া হয়েছে UNESCO এর তরফে। শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান শান্তিনিকেতনের এহেন স্বীকৃতিতে উচ্ছাসিত সকলেই। এর আগে 2010 সালে কাউন্সিল অফ মনুমেন্টস অ্যান্ড সাইটসের তরফে শান্তিনিকেতনের (Santiniketan World Heritage) নাম সুপারিশ করা হয়েছিল। অবশেষে বহু প্রতীক্ষার পর UNESCO এর বিশ্ব ঐতিহ্যের বিশেষ সম্মান পেল রবীন্দ্রনাথের প্রানের আশ্রম।

বিশ্বভারতীর ওয়াল্ড হেরিটেজের স্বীকৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই নিজেদের আবেগ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। বিশ্বভারতীর আচার্য তথা নরেন্দ্র মোদী লিখেছেন, ‘ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গির মূর্ত রূপ এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য শান্তিনিকেতন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় উঠে এসেছে। সমগ্র ভারতবাসীর জন্য এটি অত্যন্ত আনন্দের ও গর্বের একটি মুহূর্ত।’

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন UNESCO এর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় যুক্ত হওয়ায় দারুণ খুশি এবং গর্বিত। তিনি লিখেছেন, ‘কবি এই শান্তিনিকেতনকে লালন করেছেন, প্রজন্মের পর প্রজন্ম সেই ধারাকে সমর্থন করে গিয়েছে।’ শুভেচ্ছাবার্তা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডিও (Santiniketan World Heritage) । লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে এর থেকে আর ভাল উপহার হতে পারে না।’ অভিষেক বন্দ্যোপাধ্যায় এ উদ্দেশ্যে লেখেন, ‘আমাদের মহান দেশের সমস্ত নাগরিক ও সারা বিশ্বের বাঙালির কাছে এটি অত্যন্ত গর্বের একটি মুহূর্ত।’

প্রসঙ্গত, 2010 সালে তৎকালীন কেন্দ্রীয় সংস্কৃতি সচিব জহর সরকার এবং পুরাতত্ত্ব সর্বেক্ষণের তৎকালীন ডিরেক্টর গৌতম সেনগুপ্ত শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে মনোনয়নের জন্য উদ্যোগ নিয়েছিলেন। তবে সেইসময় মেলেনি স্বীকৃতি। পরে 2021 সালে শান্তিনিকেতনের জন্য সওয়াল করেছিলেন স্থপতি আভা নারায়ণ। অবশেষে দুবছর পর মিলল বহু কাঙ্ক্ষিত সাফল্য। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার স্বপ্ন সফল হল শান্তিনিকেতন বাসীর (Santiniketan World Heritage) । ইতিমধ্যেই দার্জিলিং এর টয়ট্রেন ও রয়েল বেঙ্গল টাইগার-খ্যাত সুন্দরবন পেয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা। গত বছর বাংলার দুর্গাপুজোও পেয়েছে UNESCO এর স্বীকৃতি। এবার শান্তিনিকেতনও ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পাওয়ায় গর্বিত প্রতি বাঙালী।

Related News