অঙ্গনওয়াড়ি কর্মীদের চাকুরীতে মেয়াদ বাড়িয়ে দিল রাজ্য, অবসরের বয়স ৬২ থেকে বেড়ে ৬৫ বছর

Written by TT Desk

Published on:

ভোটের আগেই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য চলে এলো বড় সুখবর। এক ধাপে অবসরের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করল রাজ্য সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, ভোটের আগেই ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি বড় উপহার দিয়েছে। যার প্রভাব ভোটের সময় ব্যালট বক্সে পড়বে বলেও মনে করা হচ্ছে।

এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, নারী এবং শিশু কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে এক নয়নের নির্দেশিকাতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে অবসরের বয়স বাড়ানোর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির পরিকাঠামোও ঘোষণা করা হয়েছে। যার ফলে এক লাফে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং মিনি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে।

২০২৩-২৪ সালের বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। যা চলতি বছরের ১লা এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানী ইতিমধ্যে প্রতি মাসে 6,500 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হচ্ছে। একইভাবে, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সম্মানী 3,250 টাকা থেকে বাড়িয়ে 5,000 টাকা এবং মিনি অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানী প্রতি মাসে 4,500 টাকা থেকে বাড়িয়ে 7,500 টাকা করা হয়েছে।

অর্থাৎ অবসরের সময় বৃদ্ধির পাশাপাশি প্রত্যেকের বেতন একলাফে বেশ কিছুটা বাড়িয়ে দিল ছত্রিশগড় সরকার। এখানেই শেষ নয়, অবসরের পর প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীর একাউন্টে ঢুকবে, মোটা অংকের টাকা। আমরা আপনাদের বলে রাখি, অবসরের পর অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবেন ৫০,০০০ টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকারা পাবেন ২৫,০০০ টাকা।

Related News