এবার আধার কার্ডের নয়া ফরমান জারি, না মানলে বিপাকে পড়বেন অনেক আধার কার্ডধারী

Written by TT Desk

Published on:

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ তিন মাস বাড়িয়েছিল। আজকে তার শেষ দিন। আজকের পর আর বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে পারবেন না। আধার কার্ড আপডেট না থাকলে তাড়াতাড়ি করুন, হাতে এখনও কয়েক ঘন্টা সময় আছে।

সম্প্রতি আধার কার্ডকে কেন্দ্র করে প্রচুর আলোচনা শোনা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে । মিডিয়ায় প্রকাশিত হয়েছে বিভিন্ন রিপোর্ট। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার কার্ড আপডেট করার কথা বলা হয়েছে। কার্ডে সঠিক তথ্য না থাকলে আটকে যেতে পারে আপনার জরুরি কোনো কাজ।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আপনার কাছে যদি ১০ বছরের পুরনো আধার কার্ড থাকে, তাহলে সেই আধার আপডেট করতে হবে। অনলাইনে আধার কার্ড আপডেট করতে আপনি myaadhaar.uidai.gov.in যেতে পারেন। নির্দেশ অনুযায়ী সময় সীমার মধ্যে আধার আপডেট করার জন্য কোনও চার্জ লাগবে না।

আধার সেন্টার থেকে আপডেট করলে ২৫ টাকা চার্জ দিতে হবে। পোর্টালে আধার আপডেট করতে হলে পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে।

কিভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন? 

• প্রথমে myaadhaar.uidai.gov.in যান।

• এখন এই পোর্টালে লগ ইন করুন এবং ‘নাম / লিঙ্গ / জন্ম তারিখ এবং ঠিকানা আপডেট করুন’ বিকল্পটি নির্বাচন করুন।

• এর পরে আপনাকে ‘আপডেট আধার অনলাইন’ এ ক্লিক করতে হবে।

• ডেমোগ্রাফিক বিকল্পগুলির তালিকা থেকে ‘ঠিকানা’ নির্বাচন করুন এবং ‘আধার আপডেট’ এ ক্লিক করুন।

• একটি স্ক্যান করা অনুলিপি আপলোড করুন এবং প্রয়োজনীয় ডেমোগ্রাফিক তথ্য লিখুন।

• একটি নম্বর SRN জেনারেট হবে, যা আপনি ট্র্যাক করতে পারবেন।

• চেক করার পরে আপনার আধার আপডেট করা হবে এবং আপনি এসএমএসের মাধ্যমে তথ্য জানতে পারবেন।

Related News