আপনার ঘরে থাকবে না মশা শুধু এই সহজ নিয়ম মানলে

Written by News Desk

Published on:

লাইফস্টাইল Tips24 Desk — July 24, 2022 · 0 Comment
ঘরে মশার উপদ্রব থাকলে প্রাকৃতিক উপায়ে সেগুলো তাড়ানোর চেষ্টা করুন। এতে স্বাস্থ্যও ঠিক থাকবে আবার মশাও দূর হবে। জেনে নিন ঘরোয়া উপায়-

লেবু খণ্ড করে লবঙ্গ গেঁথে দিতে দিয়ে মশা তাড়ানোর কাজ করতে পারেন। এর জন্য লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ঢোকাবেন, শুধু লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরাগুলো একটি প্লেটে করে ঘরের কোনায় রেখে দিতে হবে। এতে বেশ কয়েক দিন মশার উপদ্রব কম থাকবে। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রেখে দিতে পারেন। এতে করে মশা ঘরে ঢুকবে না।

ছোট গ্লাসে একটু জল নিয়ে তাতে পাঁচ থেকে ছয় গাছি পুদিনাপাতা রেখে দিন। এরপর গ্লাসটি খাবার টেবিলে রাখুন। তিন দিন পর পর জল বদলে দেবেন। এতে ঘরের মশা ও বিভিন্ন ধরনের পোকামাকড় দূর হবে। এছাড়া পুদিনাপাতা ছেঁচে নিয়ে জলে ফুটিয়ে জলের ভাপ পুরো ঘরে ছড়িয়ে দিলেও মশা দূর হবে।

থাই লেমন গ্রাসের সুগন্ধ মশা তাড়ানোর জন্য কার্যকর। আপনার আশপাশে লেমন গ্রাসের ঝাড় থাকলে মশারা আপনাকে খুঁজে পাবে না। লেমন গ্রাস দেখতেও মন্দ নয়। বারান্দায় একটি টবে লেমন গ্রাস চাষ করতে পারেন। অথবা লেমন গ্রাসের পাতা কেটে একটি কাচের গ্লাসে রেখে দিতে পারেন, আশে পাশে মশা দেখবেন না।

ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন। শুকনা চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সব মশা তাড়িয়ে দিন

Related News