হলুদ ব্যবহার জানুন ত্বকের ব্রণ সারাতে কাজে দিবে

Written by News Desk

Published on:

শুধু মসলা ও ওষধি গুণ হিসেবই নয়, হলুদ রূপচর্চাতে বহুল ব্যবহৃত হয়। মুখের ব্রণ সারাতে বেশ কার্যকরী এই উপকরণ। ব্রণমুক্ত স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে হলুদের জুড়ি নেই। এটি ত্বকের ডার্ক সার্কেল, পিম্পল, ব্রণের বিরুদ্ধে কাজ করে।

হলুদ যেভাবে ব্যবহার করবেন:

নিম ও হলুদ: কয়েকটি নিমের পাতা নিন। জলে সেদ্ধ করে চটকিয়ে নিন। এতে ১/৪ চা চামচ হলুদ গুঁড়া মেশান। মিশ্রণটি ব্রণের উপর লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।

ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। ভালো ও কার্যকর ফল পেতে সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

বেসন ও হলুদ: ১ চা চামচ হলুদ, ২ চা চামচ বেসন এবং ২-৩ চা চামচ গোলাপজল অথবা টকদই নিয়ে একটি পেস্ট তৈরি করুন। পেস্টটি ব্রণের ওপর লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। ভালো ফল পেতে সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

হলুদ ও মধু: এক চা চামচ হলুদের সঙ্গে ১/২ চা চামচ মধু মেশান। পেস্ট তৈরি করে ব্রণ আক্রান্ত স্থানে লাগান। ১০-১২ মিনিট অপেক্ষার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে বেশ কয়েক বার ব্যবহার করুন।

দুধ ও হলুদ: এ প্যাক তৈরি করা খুবই সহজ। ১/২ চা চামচ হলুদের সঙ্গে ২ টেবিল চামচ দুধ মেশান। কটন বল দিয়ে ব্রণ আক্রান্ত স্থানে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। ব্রণ থেকে মুক্তি পেতে একদিন পর পর ব্যবহার করতে পারেন।

Related News