দুপুরে ভাত খেলেই ঘুম আসার কারণ জেনেনিন

Written by News Desk

Published on:

দুপুরে ভাত খাওয়ার পর মনে হয় ‘শরীরটা যদি বিছানায় এলিয়ে দেওয়া যেত’। কেন এমন হয়?  দুপুরে ভাত খাওয়ার পর ঘুম পাইনি, এমন মানুষ নেই! সে অফিসে কাজের ফাঁকে হোক বা বাড়িতে দুপুরে ভাত খেলেই একটা ঘুম ঘুম ভাব হয়!  এই ভাত ঘুমের আসল কারণ জেনে নিন।

>> ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা শর্করা থাকায় তা গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজের জন্য ইনসুলিনের দরকার হয়। শরীরে ইনসুলিনের পরিমাণ বেড়ে গেলে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ট্রিপটোফ্যান দুই হরমোন মেলাটোনিন ও সেরাটোনিনের পরিমাণ বাড়িয়ে দেয়।

>> হঠাত্‍ করে দুই হরমোন বেড়ে যাওয়ার কারণেই ঘুম ঘুম ভাব হয়। এই সময় শরীর হজমের কাজে ব্যস্ত হয়ে যায়। আর ঘুম পায়। তবে এই সময় ঘুমানো কিন্তু একদম ঠিক নয়।

>>ভাত খেয়েই ঘুমিয়ে পড়লে, হজমের কাজে বাধা পড়ে। ফলে শরীরে অনেক রকম অসুখ দানা বাঁধে।

>> তবে দুপুরের ভাত ঘুম এড়াতে ভাতের বদলে রুটি খাওয়াই যেতে পারে। চেষ্টা করবেন ভাত খেয়েই না ঘুমিয়ে পড়তে।b

Related News