চারপাশে গাছ রাখলে যেসব উপকার পাবেন জেনেনিন

Written by News Desk

Published on:

আশেপাশে গাছ থাকলে মানসিক চাপ কমে । সেই সঙ্গে মন মেজাজও ভালো থাকে। নিজের চারপাশে গাছ থাকলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়-

অক্সিজেন সরবরাহ করে : গাছ অক্সিজেন ত্যাগ করে। আর মানুষ তা গ্রহণ করে। অর্কিড, সুকুলেন্টস এবং এপিফাইটিক ব্রোমেলিয়াডের মতো গাছগুলি হ বেডরুমে এবং অন্যান্য বিশ্রামের জায়গায় রাখতে পারেন। কিছু গাছ যেমন- আরেকা পাম, শুধুমাত্র অক্সিজেন ত্যাগ করে না বরং ফর্মালডিহাইড, জাইলিন এবং টলুইনের মতো বিপজ্জনক রাসায়নিক থেকে বাতাস নির্মল করে। অন্যান্য গাছপালা যেমন -স্নেক প্ল্যান্ট এবং পিস লিলি বাতাসকে এতটাই বিশুদ্ধ করে যে নাসা তাদের মহাকাশ স্টেশনগুলিতে এসব গাছ ব্যবহার করে।

অসুস্থতা প্রতিরোধ : ঘরে থাকা গাছপালা বাতাস শুদ্ধ করায় নানা ধরনের রোগ প্রতিরোধ করে। অন্যান্য গবেষণায় দেখা গেছে, বাড়িতে থাকা গাছপালা ফ্লু ভাইরাস প্রতিরোধে করে।

সৃজনশীলতা : আপনার ডেস্ক, অফিস বা ওয়ার্কস্টেশনের চারপাশে কয়েকটি গাছ রাখলে আপনার সৃজনশীলতা বাড়বে । এতে কাজের প্রতি আপনার মনোযোগও বেড়ে যাবে। গাছপালা ২০ শতাংশ পর্যন্ত স্মৃতিশক্তি পর্যন্ত বাড়ায়।

Related News