অনিদ্রা দূর করার জন্য আপনার ঘরেই আছে এই ১০টি খাবার….

Written by News Desk

Published on:

বিশেষজ্ঞদের মতে, ক্যালসিয়াম, ট্রিপটোফ্যান, ম্যাগনেশিয়ামযুক্ত খাবার ঘুমের জন্য ভালো। তাই দুধ, দুগ্ধজাত খাবার, ডাল, বাদাম, পনির, ডিম, সূর্যমুখীর বীজ, ডুমুর, খেজুর, কিশমিশ ইত্যাদি নিয়মিত খান। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি যেন পর্যাপ্ত থাকে। তবে পেটে গ্যাস বা বদহজম হলেও ঘুমের ব্যাঘাত ঘটে। তাই রাতের খাবার বেশি ভারী না হওয়াই ভালো। জেনে নিন ভালো ঘুমের জন্য দশটি খাবারের কথা:

১.আপেল

২.ডিম্

৩.পেস্তা

৪.কাঠ বাদাম

৫.মধু

৬.চেরি

৭.কমলা

৮.লেটুস

৯.দুধ

১০.ডার্ক চকলেট

Related News