কানের ব্যথা নিরাময়ে তিনটি বিশেষ ঘরোয়া উপায়

Written by News Desk

Published on:

কানে জল ঢোকা, ব্যাকটেরিয়ার আক্রমণ, অ্যালার্জি, ঠাণ্ডা, দুর্ঘটনায় ইত্যাদি নানান কারণে কানে তীব্র ব্যথা হতে পারে। তাই এই এসময় বরং কিছু ঘরোয়া উপায় অবলম্বন করা যায়।যেমন—

 

আদা : আদায় রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান, যা দ্রুত কানের ব্যথা উপশমে কার্যকরী। সেক্ষেত্রে তাই আদা ছেঁচে নিয়ে তার তাজা রস ২/৩ ফোঁটা কানের ভেতর দিতে হবে। এতে ব্যথা উপশম হবে।

অলিভ অয়েল : প্রথমেই অলিভ অয়েল গরম করে নিয়ে, কুসুম গরম থাকতে থাকতেই ৩/৪ ফোঁটা ড্রপার দিয়ে কানের ভেতর দিতে হবে। এতে কানের ইনফেকশনজনিত ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে দ্রুত।

গরম ভাপ : জলের গরম ভাব এসময় দারুণ উপকারে আসতে পারে। কারণ গরম ভাপ কানের ভেতরে গেলে কানের ভেতরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং কানের ব্যথা উপশম হবে।

Related News