গোলাপ ফুলের পাপড়ির এই আশ্চর্যজনক উপকারিতা, জানলে অবাক হয়ে যাবেন

Written by News Desk

Published on:

গোলাপ ফুল পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে।গোলাপ যে রঙেরই হোক না কেন মানুষ এই ফুলটি ভীষণ পছন্দ করে থাকেন। কিন্তু জানেন কি? শুকনো গোলাপ ফুলের পাপড়ির রয়েছে ৮টি আশ্চর্যজনক উপকারিতা। যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আসুন তাহলে দেরি না করে জেনে নেয়া যাক-

১-শুকনো গোলাপ ফুলের পাপড়ির সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ফেস প্যাক তৈরী করা যায়।

২-শুকনো গোলাপ ফুল দিয়ে তৈরী হয় গোলাপ জল। যা ত্বকের জন্য বেশ ভালো।

৩-শুকনো গোলাপের পাপড়ি গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে ক্ষতস্থানে লাগালে বেশ উপকারিতা পাওয়া যায়।

৪-এমনকি ডায়রিয়ার প্রকোপ কমাতে গোলাপের পাপড়ির অসাধারণ গুন্।

৫-ডায়রিয়ায় পাশাপাশি কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে ।

৬-হারবাল চা তৈরিতেও শুকনো গোলাপের প্রয়োজন হয়।

৭-গলা ব্যথা বা কাশি কমাতে শুকনো গোলাপের পাপড়ির অসাধারণ গুন্।গোলাপের পাপড়ির জলে জ্বাল দিয়ে ওই জল দিয়ে গার্গেল করলে উপকার পাওয়া যায়।

৮-শুকনো গোলাপের গুঁড়ো দুধের সঙ্গে জ্বাল দিয়ে খেলে অ্যাসিডিটি ও স্টমাক আলসারের সমস্যা কমে যায়।

Related News