ত্বকের যত্নে ব্যবহার করুন, ডিমের খোসা! জেনেনিন তার পদ্ধতি

Written by News Desk

Published on:

ডিম দিয়ে রূপচর্চার কথা শুনেছেন নিশ্চয়ই। প্রোটিনের চমৎকার উৎস ডিম শরীরকে যেমন চাঙ্গা রাখে, তেমনি ত্বকের যত্নেও ভীষণ উপকারী। কিন্তু রূপচর্চায় কখনো ডিমের খোসা ব্যবহারের কথা শুনেছেন কী? শুনতে অবাক লাগলেও, তথ্যটি সত্যি।
উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে ডিমের খোসা দারুণ কাজ করে। ডিমের খোসা ত্বকের মরা চামড়া দূর করতে সহায়তা করে। ত্বকের বলিরেখা দূর করতেও সাহায্য করে। চলুন এবার জেনে নেয়া যাক ত্বকের যত্নে ডিমের খোসার ব্যবহার–

ডিমের খোসা কুসুম গরম জল দিয়ে পরিষ্কার করে কড়া রোদে শুকিয়ে খোসা চূর্ণ করে পাউডার তৈরি করুন। কয়েক ফোঁটা লেবুর রস, ১ চা চামচ মধু ও দুধের সর মেশান ডিমের খোসার পাউডারের সঙ্গে। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন।

এবার মাইল্ড ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে হালকা করে মুছে নিন। এরপর ব্রাশ দিয়ে পাতলা আবরণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে স্ক্রাব করে উঠিয়ে ফেলুন। ত্বক হবে কোমল ও উজ্জ্বল।

এছাড়া ২ চা চামচ ডিমের খোসার পাউডার ও ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ফেসওয়াশের মতো ব্যবহার করুন। এতে ত্বক পরিষ্কার হওয়ার পাশাপাশি জৌলুশ বাড়বে।

Related News