আপনি কি চোখে আঘাত পেয়েছেন! তাহলে এই কাজটি ভুলেও করবেন না!

Written by News Desk

Published on:

চোখ প্রত্যেকটি প্রাণীর জন্য খুবই প্রয়োজনীয়। চোখের ক্ষতি হওয়া মানেই জীবন অচল হয়ে যাওয়া। তাইএর যত্ন নেয়া গুরুত্বপূর্ণ। তবে অনেক সময়ই অসাবধানতাবশত চোখে আঘাত লাগে। আবার চোখের কর্নিয়ায়ও আঘাত লাগতে পারে।

এর ফলে দেখা যায় অনেকেই চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজের মত করে ঘরে অনেক কিছুই করে থাকেন। জানেন কি, এতে চোখের অনেক বড় ক্ষতি হতে পারে। তাই এই কাজটি ভুলেও করবেন না।

অনেক সময় দেখা যায়, নখের আঁচড়, নখ কাটার সময় তা ছিটকে চোখে লাগতে পারে, কলম বা পেনসিলের খোঁচাও লাগতে পারে। যা কিছুই হোক না কেন আপনার চোখে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চোখের আঘাতের বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন বসুন্ধারা আই হাসপাতালের রিসার্চ সেন্টারের পরিচালক ও পরামর্শক অধ্যাপক ডা. সালেহ আহমেদ।bs

চলুন তবে জেনে নেয়া যাক চোখের কর্নিয়ায় আঘাত লাগলে কী করা উচিত-

যেভাবে বুঝবেন চোখে সমস্যা

১. কর্নিয়ায় আঘাত লাগলে চোখে ব্যথা ও আলোর দিকে তাকাতে পারবেন না।

২. জল ঝরা ও চোখ লাল হওয়া।

৩. জ্বালাপোড়া ও ভেতরে কিছু আছে বলে অনুভূতি হতে পারে।

৪. চোখ বুজতে বা পলক ফেলতে গেলে ব্যথা বাড়ে।

৫. কর্নিয়ায় আঘাত মারাত্মক হলে আপনি চোখ বুজতেই পারবেন না।

কী করবেন

১. কর্নিয়ায় আঘাত লাগলে অবশ্যই সঙ্গে সঙ্গে প্রচুর জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন।

২. এরপর চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

৩. অ্যান্টিবায়োটিক মলম দিয়ে প্যাড ও ব্যান্ডেজের সাহায্যে চোখকে বিশ্রাম দিন।

৪. চোখে আঘাত লাগলে নিজে থেকে কোনো ওষুধ ব্যবহার করা যাবে না।

Related News