অন্যের সঙ্গে মিশতে পারছেনা সন্তান? কি করবেন জেনেনিন বিস্তারিত ভাবে

Written by News Desk

Published on:

বর্তমানে প্রায়শই দেখা যায়, অনেক ছেলেমেয়েই সহজে তার সমবয়সী অন্যদের সঙ্গে মিশতে পারছে না। একা একা থাকতে পছন্দ করে। চুপচাপ থাকে। এতে বাবা-মা বেশ চিন্তায়ও পড়ে যান। সন্তান কি ঠিকভাবে বেড়ে উঠছে?

এমন হলে বাবা-মা’য়েদের করণীয় কি?

সন্তান বেশ লাজুক- এ কথাটি তার সমনে কখনো বলবেন না। এতে সে এটি বিশ্বাস করে হীনমন্যতায় ভুগবে। অন্য কেউও যদি বলে, তাহলেও বাধা দেবেন। বা কেউ যদি বলে ‘ছেলেটা বেশ লাজুক’, তা শুধরে দিয়ে বলেবেন, ‘ও লাজুক নয়, আজ একটু কম কথা বলছে’।

বাইরে গেলে যদি কেউ আপনার সন্তানকে প্রশ্ন করে, তবে তাকে সেটার উত্তর দেওয়ার সময় দিন। লাজুক প্রকৃতির ছেলেমেয়েরা হুট করেই অচেনা কারও প্রশ্নের উত্তর দিতে পারে না। তাই তাকে এক্ষেত্রে সময় দিতে হবে। আর যদি লক্ষ্য করেন যে সে বেশ সমস্যায় রয়েছে, তাহলে অবসরে বাসায় খেলার ছলে অভ্যাস করুন।

সে যেমন তা মেনে নিন। সব ছেলেমেয়েরা সমান হয় না। সবার বেড়ে ওঠাও এক প্রকৃতির হয় না। তাই বলে সে অন্যদের তুলনায় কিছুটা কম, তা কিন্তু নয়। আর এর মানে এও নয় যে সে অন্যদের তুলনায় পিছিয়ে পড়ছে। বরং সে যা করতে ভালোবাসে, তাকে সেগুলো করতে উৎসাহ দিন।

Related News