কোন বয়সের মানুষ সবচেয়ে বেশি অসুখী হয় ? জেনেনিন কি বলছে পরিসংখ্যান

Written by News Desk

Published on:

অনেকে বলেন সুখ একটি আপেক্ষিক বিষয়। তবুও মানুষ সুখ-দুঃখের হিসাব কষে। জীবনের অমুক সময়টা সুখে
কেটেছে, আর এ বছরটি দুঃখের মধ্যে গেল- এ রকম অনেক মানুষেই বলে থাকেন। মানুষের সুখ না থাকার নানা কারণ থাকতে পারে। নানা বয়সের মানুষ নানা কারণে সুখহীনতায় ভোগে। কিন্তু কোন বয়সে সুখহীনতা সবচেয়ে বেশি থাকে?

এই নিয়েই সম্প্রতি এক গবেষণা হয়েছে। ব্যাঙ্ক অব ইংল্যান্ডের এক সাবেক অর্থনীতিবিদ ১৩৪টি দেশের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখেছেন অসুখের সর্বোচ্চ স্তরে মানুষ পৌঁছোয় ৪৭.২ বছর বয়সে।

গবেষক অধ্যাপক ডেভিড ব্লাঞ্চফ্লাওয়ার বলেছেন, সমস্ত দেশের আলাদা আলাদা হ্যাপিনেস কার্ভ রয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে তা সবচেয়ে তলানিতে আসে ৪৮.২ বছর বয়সে।

‘আজকাল আপনি জীবনে কতোটা সন্তুষ্ট?’ এইরকম প্রশ্ন করা হয়েছিল সমীক্ষায়। এর উত্তর ‘একেবারেই সন্তুষ্ট নয়’ হলে নম্বর দেওয়া হয়েছে ০। ‘পুরোপুরি সন্তুষ্ট’ হলে দেওয়া হয়েছে ১০ নম্বর। দেখা গেছে ৪০-এর কোঠায় বয়স, এমন মানুষের অধিকাংশই ৭.৭০, ৭.৯০ নম্বর পেয়েছে।

এই সমীক্ষা থেকে এটাই বুঝা যায় যে, বয়স ৫০ ছুঁই ছুঁই মানুষরা বেশি অসুখী।

Related News