শার্টের কলার পরিষ্কার করার সহজ কিছু উপায়, অবহ্যই জেনেনিন

Written by News Desk

Published on:

সাদা বা হালকা রঙের শার্ট গরমে বেশ আরামদায়ক। কিন্তু এই হালকা রঙের শার্টের কলারে ময়লা জমলে তা তুলতে যেয়ে বেশ সমস্যা হয়। ওয়াশিং মেশিনে কাচলেও কলারের দাগ বেশির ভাগ সময়ে একই রকম থেকে যায়। হাত দিয়ে ঘষলেও সহজে উঠতে চায় না। আর এভাবে যদি নোংরা শার্ট দিনের পর দিন পরেন তাহলে দাগ তোলা অসম্ভব হয়ে পড়ে। এখন প্রশ্‌ন হলো কীভাবে তুলবেন এই দাগ।

লেবুর রস

শার্টের কলারে লেবুর রস লাগিয়ে মিনিট দশেক রেখে দিন। এর পর সাবান জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।

টুথব্রাশ

কাপড় কাচার পাউডার বা লিকুইড সাবান কলারে লাগিয়ে নিন। তার পর জামাটি গরম জলে ভিজিয়ে রাখুন। এ বার অব্যবহৃত কোনও টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লা তুলে ফেলুন। শেষে ঠান্ডা জলে ধুয়ে নিন।

বেকিং সোডা

প্রথমে শার্টটি জলে ভিজিয়ে তারপর দাগের উপর দুই টেবিল চামচ বেকিং সোডা ছিটিয়ে নিন। একটি নরম ব্রাশ দিয়ে দু’মিনিট ঘষুন। ন‌োংরা উঠে যাবে।

বাসন মাজার সাবান

যে তরল সাবান দিয়ে বাসন মাজা হয়, তা পোশাকের নোংরা দাগও তুলে দিতে পারে। সামান্য সাবান কলারে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ভাল করে ধুয়ে ফেলুন। কলারের দাগ উঠে যাবে। তবে কলার বাদে অন্য কোন জয়গায় এ সাবান ব্যবহারের প্রয়োজন নেই।

Related News