সুন্দর ঘন দাড়ি পাওয়ার ৫টি সহজ টিপস জেনে নিন

Written by News Desk

Published on:

দাড়ি এখন সবছেলেদেরই ফ্যাশন।খেলোয়াড় থেকে শুরু করে নায়ক সবাই এখন দাড়ি রাখে।তবে দাড়ি শুধু তো রাখলেই হবে না ,সেটি যাতে সুন্দর ও স্টাইলিস্ট দেখায় সেদিক নজর রাখতে হবে।

সুন্দর ও ঘন দাড়ি বানানোর কিছু সহজ টিপস জেনে নিন-

১.প্রথমেই মাথায় রাখুন। সুন্দর ঘন দাড়ি অনেক ক্ষেত্রেই জিনের উপরে নির্ভর করে। তাই বেশি দাড়ি উঠলে তবেই দাড়ি বড় করার কথা ভাবুন।২.১-২ মাস পরেই ট্রিম করা শুরু করুন। প্রথম বার ট্রিম ও সেট সেলুনে করানোই ভাল। দাড়ির শেপ ও লেঙ্গথ্ ঠিক করান।

৩. দাড়ি রাখলে কিন্তু দাড়ির যত্ন নেওয়া প্রয়োজন। নিয়মিত শ্যাম্পু করুন দাড়িতে। বিয়ার্ড ওয়াশও ব্যবহার করতে পারেন।

৪. স্নানের পর বা মুখ ধুয়ে দাড়ি আঁচরান ছোট চিরুনি দিয়ে। এতে দাড়ি সমান থাকবে।

৫.শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পেলে দাড়ির পরিমাণ বাড়ে। নিয়মিত এক্সারসাইজ করুন। প্রোটিন-সমৃদ্ধ খাওয়া-দাওয়া করুন।

Related News