শীতে প্রায় অনেকেরই ঠোঁট ফাটার সমস্যা দেখা যায়, জেনেনিন এতে কি করণীয়!

Written by News Desk

Published on:

শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে বলে ঠোঁট আর্দ্রতা হারায় খুব তাড়াতাড়ি। তাই প্রয়োজন ঠোঁটের বিশেষ যত্ন নেয়া। কারণ, ফাটা ও অপরিষ্কার ঠোঁট নিজের জন্যেও অস্বস্তিকর। খেয়াল রাখলে এবং নিয়মিত যত্ন নিলেই এ সময়ে ঠোঁট সুন্দর রাখা যায়।দেখুন উপায়গুলো –

১) একবার ঠোঁট ফেটে গেলে তার আর্দ্রতা ফিরিয়ে আনা কঠিন। তাই চেষ্টা করতে হবে যতটা সম্ভব আর্দ্র রাখার। ফাটা ঠোঁটে কখনো কখনো ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

২) নিয়মিত ঠোঁটে ময়েশ্চারাইজার লাগাবেন। শীতে বাইরে গেলে ঠোঁট বেশি ফাটে এবং ঠোঁটে ধুলাও লেগে যায়। তাই মাঝেমধ্যে ঠোঁট একটু ধুয়ে নিয়ে লিপবাম বা লিপবাটার লাগিয়ে নিতে পারেন।

৩) বাইরে গেলে মুখে মাস্ক বা কোনো কাপড় ব্যবহার করতে পারেন, যাতে ঠোঁট শীতের ঠান্ডা হাওয়া থেকে দূরে থাকে।

Related News