দেখেনিন আপনিও পর্দা টাঙানোর রড দীর্ঘদিন ভালো রাখার টিপসগুলো

Written by News Desk

Published on:

আমরা আমদের বাসার জানালা-দরজার পর্দা নিয়মিত পরিষ্কার করি। তবে পর্দা টাঙানোর রড ঠিক মতো পরিষ্কার করি না। পর্দা টাঙানোর সময় বা খোলার সময় দেখা যায় পুরু ধুলা-বালি জমে আছে রডে। এভাবে ধুলা জমে থাকতে থাকতে মরিচা পড়ে যায় অনেক সময়। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে যত্ন নীলে পর্দা টাঙানোর রড দীর্ঘদিন ভালো থাকবে সে সম্পর্কে-

>>> পর্দা টাঙানোর আগে রড পরিষ্কার করে নিতে ভুলবেন না। এজন্য গরম জলে ডিটারজেন্ট গুলে নিয়ে কাপড় ভিজিয়ে মুছে নিন রড। এরপর শুকনো কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন বাতাসে।

>>> পর্দা টাঙানোর কিছুক্ষণ আগে সামান্য নারকেল তেল ঘষে নিন রডে। মরিচা পড়বে না সহজে।

>>> রডের মরিচা পড়ে গেলে প্রথমে তারের স্ক্রাবার দিয়ে ঘষে আলগা অংশ করে ফেলে দিন। এরপর লেবু অর্ধেক করে কেটে লবণ ছিটিয়ে মরিচার ওপর ঘষুন। ৩০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার করে ফেলুন।

>>> পাতলা কাপড় সাদা ভিনেগারে ডুবিয়ে মরিচা অংশ পেচিয়ে দিন। সারারাত রেখে পরদিন পরিষ্কার করে ফেলুন।

Related News