এই ৩টি সহজ পদ্ধতিতে বাড়ি থেকে সহজেই পিঁপড়া তাড়ান

Written by News Desk

Published on:

সবার ঘরেই কমবেশি পিঁপড়ার উৎপাত দেখা দেয়। ঘরের কোন কোন স্থানে মিষ্টি খাবার আছে, তা ঠিকই খুঁজে বের করে পিঁপড়ার দল চলে যায় সেখানে। রান্নাঘরেই পিঁপড়ার আনাগোনা বেশি দেখা যায়।

ঘর থেকে পিঁপড়া তাড়ানো বেশ মুশকিল। তবে ৩টি কৌশল মানলে আপনি কিন্তু খুব সহজেই ঘর থেকে পিঁপড়া তাড়াতে পারবেন। জেনে নিন করণীয়-

>> রান্নাঘরের ক্যাবিনেটে, দরজার কোনায় ও ঘিরের বিভিন্ন ফাটলের স্থানে কিছু দারুচিনি গুঁড়া ছিটিয়ে রাখুন। কয়েক ফোঁটা দারুচিনি এসেনশিয়াল অয়েলে তুলোর বল ভিজিয়ে আপনার বাড়ির চারপাশে রেখে দিতে পারেন। দেখবেন পিঁপড়া পালিয়েছে।

>> লেবুর অম্লীয় বৈশিষ্ট্য পিঁপড়ার একদমই পছন্দ নয়। লেবুর রস চেপে এর সঙ্গে জল মিশিয়ে এক স্প্রে বোতলে নিতে পিঁপড়ার স্থানে স্প্রে করুন। আবার কয়েকটি তুলোর বল লেবুর রসে ভিজিয়ে রাখতে পারেন।

>> শুকনো মরিচের তীব্র গন্ধও অপছন্দ পিঁপড়ার। এজন্য রান্নাঘরের যেসব স্থানে পিঁপড়ার উৎপাত বেশি সেখানে মরিচের গুঁড়া ছড়িয়ে দিন। দেখবেন পিঁপড়া গায়েব হয়ে যাবে দ্রুত।

Related News