আপনার অ্যাপেনডিসাইটিস হয়েছে কিনা বুঝুন এইসব উপায়ে

Written by News Desk

Published on:

আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের নাম অ্যাপেন্ডিক্স। এই অঙ্গে কোন কারণে সংক্রমণ ছড়িয়ে পড়লে যে সমস্যা সৃষ্টি হয় তাই হলো অ্যাপেনডিসাইটিস। বিশ্বের প্রায় ৫ শতাংশ মানুষের ক্ষেত্রে এটি প্রাণ সংশয়েরও কারণ হয়ে উঠতে পারে।

ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের সংযোগস্থলে যুক্ত একটি থলিতে কোনও ভাবে খাদ্য বা ময়লা ঢুকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে অস্ত্রোপচার করা না হলে বা সমস্যা ধরা না পড়লে মৃত্যু পর্যন্ত হতে পারে।

অ্যাপেন্ডিক্স এর কারনে পেট ব্যথা হয় আমরা সকলেই কম বেশি জানি। তবে ঠিক কি কি উপসর্গ দেখে বুঝবেন যে পেট ব্যথার কারণ অ্যাপেনডিসাইটিস এর সংক্রমণ! এবার জেনে নেওয়া যাক:-

👉🏻 অ্যাপেন্ডিসাইটিসে প্রাথমিক উপসর্গটি হল পেটে যন্ত্রণা হওয়া। সাধারণত নাভি থেকে শুরু করে পেটের ডান দিকের অংশে এই ব্যথা ছড়িয়ে পড়ে।

👉🏻 পেটে প্রবল যন্ত্রণার সাথে সাথে বমি বমি ভাবও হওয়া।

👉🏻 খিদে না পাওয়া বা খাবারে অরুচি।

👉🏻 ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেওয়া।

👉🏻 পেটে যন্ত্রণার সাথে সাথে জ্বর জ্বর ভাব হওয়া। এই ক্ষেত্রে শরীরের তাপমাত্রা খুব একটা বেশি হয় না।

👉🏻 যদি পেট জুড়ে প্রবল যন্ত্রণা অনুভূত হয় বা পেট ফুলে যায়, তাহলে বুঝতে হবে অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার কারণেও এমনটা হতে পারে।

Related News