সাবধান! আপনার অতিরিক্ত ধূমপান চেহারায় বয়সের ছাপ ফেলে দিতে পারে, জেনেনিন বিস্তারিত

Written by News Desk

Published on:

ধূমপায়ীদের চেহারায় আগেভাগেই বয়সের ছাপ পড়ে। সাম্প্রতিক এক গবেষণায় এ কথা জানা গেছে। ধূমপায়ীদের চোখের নিচের পাতা ঝুলে পড়ে এবং ঠোঁটসহ মুখাবয়বে বলিরেখা পড়ে সহজেই তাদের চেহারার লাবণ্য নষ্ট হয়ে যায়। গবেষকেরা দুইজন ধূমপায়ীর অবয়ব পরীক্ষা করে দেখতে পান একজনের চেহারা অন্যজনের চেয়ে ৫৭ ভাগ নেতিয়ে পড়েছে। পরে দেখা গেছে, দু’জনই ধূমপায়ী। তবে একজন সম্প্রতি ধূমপানে অভ্যস্ত হয়েছেন আর অপরজন দীর্ঘ দিন ধরে তা করে আসছেন। গবেষণা সম্পর্কে ড. এলিজাবেথ তানজি বলেন, ‘ধূমপান আপনাকে স্রেফ বুড়ো বানিয়ে দেবে। এর বাহ্যিক ক্ষতিই এটি।’ তিনি আরো বলেন, ‘ধূমপানে ফুসফুস ক্যান্সার, হৃদরোগ, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়া ছাড়াও আরেকটি বড় সমস্যা হচ্ছে এটি আপনাকে অনেক বেশি বুড়ো বানিয়ে দেয়। আর তাই এ অভ্যাস ত্যাগ করাই ভালো।’

Related News