মুখ বরফ জলে ডুবিয়ে রাখা ভালো কিনা, দেখেনিন

Written by News Desk

Published on:

ত্বকের যত্নে বরফ যেমন ভালো উপকরণ আবার গরমেও স্বস্তি দেবে। এটি ত্বক টানটান করতে সহায়তা করবে। ঠান্ডা জলে মুখ ডুবিয়ে রাখলে ত্বকের ছিদ্র শক্ত হতে শুরু করে। এছাড়া এই আইস ওয়াটার থেরাপি বলিরেখা প্রতিরোধ করে।

বরফের ঠান্ডা জল ত্বকের প্রাকৃতিক তেল নিয়ন্ত্রণ করে। এ কারণে মেকআপ দীর্ঘক্ষণ থাকে চেহারায়। বেশির ভাগ তারকা মেকআপ করার আগে এই পদ্ধতিতে ত্বক ঠান্ডা করে নেন। ত্বকের ধরণ স্বাভাবিক ও মিশ্র হলে বরফ ব্যবহার করা যায় এছাড়া শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য এ প্রক্রিয়াটি ভালো নয়।

ত্বকে বরফের ব্যবহার
ডার্ক সার্কেল, পাফি আইস ইত্যাদি কমাতেও বরফ খুব কার্যকর। ফেসিয়াল থ্রেডিংয়ের পর অনেকেরই মুখে র্যাশ হয়। মুখে মিনিট পাঁচেক বরফ ঘষে নিলেই র্যাশ থেকে রেহাই পাওয়া যাবে। ত্বকের ইনফ্ল্যামেশন, রেডনেস, অ্যালার্জি ইত্যাদির জন্য ব্যবহার করা যেতে পারে বরফ। ঘন ঘন মুখ ঘেমে যাওয়ার প্রবণতা থাকলে, মেকআপে ব্যাঘাত ঘটতে পারে। এখানেও সমস্যার সমাধান করবে বরফ। মেকআপ করার কিছুক্ষণ আগে পাঁচ মিনিট পুরো মুখে বরফ চেপে চেপে লাগান। ঘাম কম হবে।

Related News