পুরোনো ফোন এই ৫ টি উপায়ে বিক্রি করুন,ভালো দাম পাবেন,দেখেনিন উপায়গুলো

Written by News Desk

Published on:

রাতে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়া কি ঠিক? পুরো চার্জ শেষ হলে তবেই কি আবার চার্জে বসানো উচিত? জেনে নিন উত্তর।
পুরনো ফোন বিক্রির টিপ্‌স

১. মনে রাখবেন, পুরনো হলেই বাতিল, এই যুগে সে কথা অচল। আপনার পুরনো ফোনটির ক্রেতা ঠিক কোথাও না কোথাও আছেন। ফলে, ইন্টারনেটে যে সব সাইটে পুরনো জিনিস বিক্রি করা যায়, সেখানেই বিক্রি করুন।

২. চেষ্টা করুন, ফোনটি যত দূর সম্ভব ভাল কন্ডিশনে রাখার।

৩. আসল বাক্স এবং ফোনের অ্যাকসেসরি যথাসম্ভব অটুট এবং অবিকৃত রাখুন।

৪. লিস্টিং-এর জন্য ফোনের খুব ভাল ছবি তুলুন। যাতে সেটি দেখতে আকর্ষণীয় লাগে।

৫. যা-তা দাম রাখবেন না। যুক্তিগ্রাহ্য দামই রাখুন। চাইলে একটু চড়িয়ে রাখতে পারেন। কিন্তু তার বেশি নয়।

Related News