আপনার ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করবে টক দই, জানাচ্ছে বিশেষজ্ঞরা

Written by News Desk

Published on:

রূপচর্চায় খুব বেশি সময় দেওয়া হয় না কর্মব্যস্ততার কারণে? হাতের কাছে থাকা টক দই ব্যবহারেই পেতে পারেন সুন্দর ও মসৃণ ত্বক। এটি যেমন ব্রণ দূর করতে কার্যকর, তেমনি ত্বকের উজ্জলতা বাড়াতেও সক্ষম। জেনে নিন টক দইয়ের কিছু ফেস প্যাক সম্পর্কে।

  • চোখের নিচে কালচে ছোপ পড়েছে? টক দইয়ে তুলা ভিজিয়ে চোখের নিচে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড দূর করবে কালো দাগ।
  • ব্রণ দূর করতে টক দই সরাসরি লাগান ব্রণের উপর। ঘণ্টা দুয়েক অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ত্বক হবে দাগহীন।
  • গোলাপজল মিশিয়ে নিন টক দইয়ের সঙ্গে। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। ত্বকের রুক্ষতা দূর হয়ে যাবে।
  • টক দইয়ের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।

Related News