অকালে চুল পড়া রোধ করতে কালোজিরা ব্যবহার করবেন যেভাবে, দেখেনিন একঝলকে

Written by News Desk

Published on:

কপালের সামনের অংশের চুল কমে টাক পড়ে যাচ্ছে? অকালে চুল পড়া রোধ করতে কালোজিরা ব্যবহার করতে পারেন নিয়মিত। চুল পড়া রোধ করার পাশাপাশি চুলের গ্রোথ বাড়াতেও কার্যকর কালোজিরা। জেনে নিন ব্যবহার পদ্ধতি।

সরাসরি ব্যবহার করুন তেল
যে অংশে চুল কমে যাচ্ছে সেই অংশে ঘষে ঘষে লাগান কালোজিরার তেল। ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করে অপেক্ষা করুন আরও আধা ঘণ্টা। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।

আপেল সিডার ভিনেগার ও কালোজিরা
জলে খানিকটা কালোজিরা ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ছেঁকে আপেল সিডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন। ঘণ্টা খানেক পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল ও কালোজিরার তেল
সমপরিমাণ অলিভ অয়েল ও কালোজিরার তেল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন সকালে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

কালোজিরা ও মেহেদি
মেহেদির পেস্টে কালোজিরার গুঁড়া মিশিয়ে চুলে লাগান। মিশ্রণটি চুলে ৩০ মিনিট লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

নারকেল তেল ও কালোজিরা
নারকেল তেলের সঙ্গে কালোজিরার গুঁড়া মিশিয়ে সামান্য গরম করে নিন। মধু মিশিয়ে তারপর চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ঘণ্টাখানেক পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

Related News