সাবধান! মোবাইল ব্যবহারের সময় এই ভুলগুলো করা থেকে থাকুন বিরত, নাহলে হতে পারে বিপদ

Written by News Desk

Published on:

বর্তমানে মোবাইল ফোন শুধু বিলাসিতার জন্য ব্যবহার হয় না। ফোন এখন জীবনের অতি প্রয়োজনীয় একটি পন্য হয়ে দাঁড়িয়েছে।
তবে মোবাইল ফোন শুধু থাকলেই চলে না, এর ব্যবহারের রয়েছে কিছু নিয়ম। যা অনেকেরই অজানা। আবার জেনে থাকলেও তা মেনে চলেন না অনেকেই। তাই সবারই জানা জরুরি যে, ফোন এমনভাবেই ব্যবহার উচিত, যাতে তা অন্যের অসুবিধার কারণ না হয়। চলুন জেনে নেয়া যাক ফোন ব্যবহারের দশটি নিয়ম-

> ফোন ধরে অথবা করে প্রাথমিক সৌজন্য বিনিময় করা জরুরি। শুরুতেই আসল কথা তাড়াহুড়ো করে বলতে শুরু করা ঠিক নয়।

> যিনি ফোন করছেন তিনি অপরিচিত হলে, প্রথমেই তার পরিচয়টা জেনে নিন।

> মোবাইলে রুচিসম্মত রিংটোন ব্যবহার করুন।

> কর্কশভাবে বা চেঁচিয়ে কথা বলবেন না।

> ফোন আসলে তৃতীয় রিং বেজে ওঠার মধ্যেই রিসিভ করার চেষ্টা করুন।

> জনবহুল জায়গায় লাউডস্পিকারে কথা বলবেন না। কারণ যিনি ফোন করেছেন, তিনি তার ব্যক্তিগত কথাও বলতে পারেন।

> ফোনে লাউডস্পিকারে গান না শোনাই ভালো। দরকার হলে হেডফোন ব্যবহার করুন।

> দিনের বেশিরভাগ সময়টা যেখানে কাটান, সেখানে ফোন রাখার পাশাপাশি একটি ডায়েরি ও কলম রাখুন।

> গভীর রাতে বা সকালে অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ফোন করা উচিত নয়।

> গাড়ি চালানোর সময় কোনোভাবেই ফোন ধরবেন না। অতি প্রয়োজন থাকলে গাড়ি থামিয়ে কথা বলুন।

Related News